-273ºc,
Sunday, 4th June, 2023 10:28 am
নিজস্ব প্রতিনিধি: শনিবার বিকেলে হাওড়া -মেটিয়াবুরুজ রুটের একটি যাত্রীবাহী মিনিবাস ধর্মতলার মেয়ো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত হন একাধিক যাত্রী। মেয়ো রোডে মিনিবাস উল্টে পথ দুর্ঘটনায় যে ১০ জন যাত্রী আহত হন ,তাদের মধ্যে একজনের সন্ধ্যায় মৃত্যু হয়। যদিও মৃত যাত্রীর নাম পরিচয় রাত পর্যন্ত জানা যায় নি। পরে আরো একজনের মৃত্যু হয় ।আহতদের ১০ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিন রাতে হাসপাতালে আহতদের দেখতে যান সিপিএম নেতা মোঃ সেলিম। এদিন বেশ কিছুক্ষণ মেয়ো রোডে(Meyo Road) স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয় ।
পরে পুলিশ এসে ক্রেন দিয়ে ওই মিনিবাসটিকে সোজা করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দ্রুত গতিতে অপর একটি বাসকে ওভারটেক করার সময় ওই মিনিবাসটি(MiniBus) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।মিনিবাস থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী(Fire Brigade) ।সাধারণ মানুষও ওই উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দ্রুত গতিতে থাকা ওই মিনিবাসটি উল্টে গিয়ে এই বিপত্তি ঘটে।