এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আধার থাকলেই ১০ বছর অন্তর আপডেট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি: আধার কার্ড(Aadhar Card) নিয়ে এবার বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্রের মোদি সরকার(Modi Government)। নিয়ে আসছেন তাঁরা নয়া কানুন। প্রতি ১০ অন্তর করাতে হবে আধার আপডেট(Update)। না করালেই আমজনতার কাছে থাকা আধার কার্ড ও তাতে থাকা নম্বর বাতিল হয়ে যাবে। এরকমই আইন আঞ্ছে কেন্দ্রের মোদি সরকার। আধার কার্ডের সেই আপডেটের সময় ব্যক্তিগত তথ্যের কোনও পরিবর্তনের প্রয়োজন থাকে, তা করা যাবে। কিন্তু তেমন কোনও প্রয়োজনীয়তা না থাকলেও আপডেটের জন্য ‘আপলোড’ করতে হবে পুরনো তথ্যই। দেশজুড়ে শীঘ্রই এই উদ্যোগ শুরু হতে চলেছে। বাংলায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তাঁরা প্রত্যেকে এই নয়া নিয়মের আওতায় পড়তে চলেছেন।

কিন্তু কেন এই আইন লাগু করছে মোদি সরকার? কেন্দ্রের আধিকারিকদের দাবি, বর্তমানে আধারের সঙ্গে নানা সরকারি প্রকল্প ‘লিঙ্ক’ করানো হচ্ছে। ফলে মানুষের নানা ব্যক্তিগত ও গোপনীয় তথ্য থাকছে সেখানে। সঙ্গে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও। ভবিষ্যতে আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। সেক্ষেত্রে আর্থিক ও সামাজিক তথ্য সংক্রান্ত জালিয়াতি বা প্রতারণা রুখতেই এই বিশেষ বন্দোবস্ত। এর ফলে আম জনতার সাম্প্রতিকতম তথ্যও থাকবে আধার কর্তৃপক্ষের কাছে। ইতিমধ্যেই বাংলার বুকে এই কাজ শুরু হয়েছে গিয়েছে। হাওড়া জেলার একটি অংশে এই সংক্রান্ত পাইলট প্রকল্পের কাজ চলছে। শীঘ্রই কলকাতা(Kolkata) ও হাওড়া(Howrah) পুরনিগম এলাকায় সামগ্রিকভাবে এই কাজ শুরু করে দেবে আধার কর্তৃপক্ষ। তারপর প্রতিটি জেলায় ছড়িয়ে যাবে এই উদ্যোগ। তবে প্রশ্নও উঠছে, কেন্দ্র সরকার যখন আধারের আপডেট সংক্রান্ত আইন আনতে পারেনি তখন কেন আধার কর্তৃপক্ষে আগে থেকেই কাজ শুরু করে দিল?

আধার কর্তৃপক্ষের দাবি, আধার আইনেই আপডেটের বিধান আছে। যদিও সেখানে বাধ্যতামূলক বিষয়টি বলা নেই। সেই আইন মেনেই এখন আধার আপডেটের কাছ বাংলায় শুরু করে দেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। এটি বেআইনি নয়, কেন্দ্র শুধু আইন আঞ্ছে এটি বাধ্যতামূলক করার জন্য। তবে কেন্দ্র এই আইন আনলেও প্রতিটি রাজ্যে আধার আপডেট করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকেই প্রচার চালাতে হবে। একটি নির্দিষ্ট সময় পর যে নাগরিকরা আপডেট করবেন না, তাঁদের তালিকা রাজ্য প্রশাসনকে দিয়ে দেওয়ার কথা আধার কর্তৃপক্ষের। সেখান থেকে তা আঞ্চলিক স্তরে পৌঁছবে। সেই তালিকা ধরেই নাগরিকদের ফের সচেতন করা হবে। প্রয়োজনে ক্যাম্পও করা হতে পারে। আধার সেবাকেন্দ্র সহ রাজ্যের যেখানে যেখানে এই সংক্রান্ত কাজ করা হয়, সেখানেই ‘আপডেট’ করার সুযোগ মিলবে। তবে তার জন্য নির্দিষ্ট চার্জ মেটাতে হবে। ঠিকানা বদল, নাম পরিবর্তন, মোবাইল, ই-মেলের বদল বা নতুন করে সেই সব তথ্য তোলার মতো কাজগুলিই করতে হবে আধার গ্রাহককে। হাতের আঙুলের ছাপ না মেলা বা নতুন করে ছবি তোলার মতো কাজগুলিও এই সুযোগে করিয়ে নেওয়া যাবে। আর যাঁদের এসবের কিছুরই দরকার নেই, তাঁরা পুরনো তথ্যগুলিই রাখবেন। কিন্তু ‘আপডেট’ বাধ্যতামূলক। না করালেই আধার বাতিল হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর