এই মুহূর্তে




ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে রাজীব, মেঘালয়ে মানস-সব্যসাচী




নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভা ভোটে প্রথমবার লড়তে নেমে তৃণমূল কংগ্রেস যে বড়সড় চমক দিতে চলেছে, বুথ ফেরত সমীক্ষাতেই তা উঠে এসেছে। আর সেই সুখবর পাওয়ার দিনেই ত্রিপুরায় দলের দায়িত্ব প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে সঁপে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁকে ত্রিপুরার সংগঠনের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বেই দায়িত্ব বুঝে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেত্রী তাঁর প্রতি ফের আস্থা রাখায় আপ্লুত ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক।

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে সংগঠনের ইনচার্জ হিসেবে নিয়োগ করেছেন দলের জাতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ের ইনচার্জ হয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর সঙ্গে কো-ইনচার্জ বা সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। উল্লেখ্য গোয়া বিধানসভা ভোটের দায়িত্ব দিয়ে সৈকত রাজ্যে তরুণ-তুর্কি নেত্রী মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর সেই বিশ্বাসের মর্যাদা অনেকটাই রাখতে সক্ষম হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী বছর উত্তর পূর্বের দুই রাজ্যের বিধানসভা ভোটকে পাখির চোখ করেছেন দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিজেপির কব্জা থেকে মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। এখন থেকেই দুই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। যাতে সংগঠনের ভিতকে শক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও দলের কর্মসূচি ও আদর্শ পৌঁছে দেওয়া যায়। সাধারণ ভোটারদের কাছে দলের প্রতীক চেনানোর উপরেই জোর দিচ্ছেন তিনি। তাই সাংগঠনিকভাবে দক্ষ তিন নেতার হাতেই দুই রাজ্যের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

‘কর্মবিরতি চলবে’, দীর্ঘ ‘নাটক’ শেষে ঘোষণা আন্দোলনকারী চিকি‍ৎসকদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর