এই মুহূর্তে




কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে গত সোমবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল মঙ্গলবারই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। এবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৯ অগস্ট ধর্ষণ করে খুন করা হয় আরজি করের এক তরুণী চিকি‍ৎসককে। ওই ঘটনার পরেই আরজি কর হাসপাতালের অতি বিপ্লবী জুনিয়র চিকি‍ৎসকদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ত‍ৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরানো হয়। হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় তাঁর বিরুদ্ধে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএমপন্থী এক আইনজীবী। এমনকি হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তথা বিজেপি ঘনিষ্ঠ আখতার আলি সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবীর সওয়াল ছিল, তাঁর মক্কেলের বক্তব্য না শুনেই একতরফা ভাবে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। ওই মামলায় অবশ্য শেষমেশ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।

এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। আর্জিতে তিনি জানিয়েছেন, একতরফাভাবেই তাঁর বক্তব্য না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ মনগড়া।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

নেকড়ের পর এবার শিয়ালের আক্রমণে উত্তরপ্রদেশে আহত শিশু-সহ ১২

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

ইউটিউব দেখে পিত্তথলিতে অস্ত্রোপচার , প্রাণ গেল নাবালকের

রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর, চিঠি তৃণমূল নেত্রীকে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর