এই মুহূর্তে




পুলিশ সুপার পরিচয়ে তোলাবাজি, গড়ফা থেকে গ্রেফতার ভুয়ো এসপি




নিজস্ব প্রতিনিধি : গড়ফা থেকে গ্রেফতার ভুয়ো এসপি (Fake SP) । পুলিশ সুপার সেজে চাকরির টোপ দেওয়ার অভিযোগ। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুস্মিত সেন নামে এক ব্যক্তিকে।

জানা গিয়েছে, গড়ফা এলাকায় নীলবাতি লাগিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াত অভিযুক্ত সুস্মিত সেন। নিজেকে পুলিশ সুপারের পরিচয় দিত। নামও ভাঁড়িয়েছিল সে। গড়ফা এলাকায় নীলবাতি গাড়ি নিয়ে ভুয়ো নাম রণজয় চট্টোপাধ্যায়ের নামে  ঘুরে বেড়াত। মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আমডাঙ্গা থানায় চাকরির নামে প্রতারণার শিকার এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নামে আমডাঙা থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত্রে গড়ফা এলাকা অভিযুক্ত সুস্মিতের খোঁজ পায় পুলিশ। এরপরেই তাকে গ্রেফতার  করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে আমডাঙা থানার পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে গড়ফা থেকে। গড়ফায় যেখানে তিনি থাকতেন, সেই বাড়ি থেকে  তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সেখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা রয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন। উদ্ধার করা হয়েছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ও সিম।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তাঁরা অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাইছে। তার সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কে কে  তাকে এই কাজ করতে সাহায্য করেছে সবটাই জানতে চাইছে আমডাঙা থানার পুলিশ। নীল বাতি লাগানো গাড়ি, পুলিশের স্টিকার সাঁটা বাইকে ঘুরে বেড়ানোর পাশাপাশি, পুলিশ সুপারের পোশাকও ব্যবহার করত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ