এই মুহূর্তে




শাহি সভায় শাহের উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য, FIR দায়ের মিঠুনের বিরুদ্ধে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’ বক্তা পর্দার ‘ফাটাকেষ্ট’ থুড়ি সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty)। গত ২৭ অক্টোবর খাস কলকাতার বুকে সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে বিজেপির(BJP) একটি অনুষ্ঠানে মিঠুন সেই বিতর্কিত ও ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে। সেই মন্তব্যের জেরেই এবার তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, ছটের ভিড় আর শব্দবাজির দৌরাত্ম্য সামলাতে শহর কলকাতার পথে বাড়তি পুলিশ

কিছুদিন আগেই বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবরের সেই শাহি সভাতে হাজির ছিলেন মিঠুনও। গত লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন। বিজেপির সভায় হুমায়ূনের সেই বক্তব্য টেনেই মিঠুন পাল্টা বিতর্কিত মন্তব্য করে বসেন যার জেরে বউবাজার থানায় তাঁর বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ অভিযোগকারীর নাম সামনে আনেনি। তাঁদের দাবি, অভিযোগকারীর নিরাপত্তার স্বার্থে তাঁর নাম গোপন রাখা হচ্ছে। গত সোমবারও ওই FIR দায়ের করা হয়েছে। একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে ওই FIR করা হয়েছে। লিখিত অভিযোগে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও কলকাতা পুলিশ(Kolkata Police) মিঠুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিছু নেবে কিনা, তা এখনও ঠিক হয়নি বলেই লালবাজার সূত্রের খবর।

আরও পড়ুন, কোর কমিটিতে আর নয় কেষ্ট’র একাধিপত্য, থাকবে অভিষেকের প্রতিনিধিও

বউবাজার থানা সূত্রের খবর, মিঠুনের বিরুদ্ধে দায়ের হওয়া FIR’র নম্বর ২৫৫। মিঠুনের সেইদিনের মন্তব্য ঘিরে বঙ্গ বিজেপিতেও অনেকে ক্ষুব্ধ। কেননা সেদিন তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা গেরুয়া নেতাদের মুখ বুজে হজম করা সম্ভব ছিল না। তার মধ্যে অন্যতম মন্তব্য ছিল, ‘বার বার বলছি, যা করতে হয় সব। এমন সদস্য চাই, যারা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যারা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা চারটে ছিঁড়ব। এটা সত্যি। নইলে জিততে পারব না।’ পাশাপাশি ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত বিভাজন করে মিঠুন দাবি করেছিলেন, ‘রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে। এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে।’ লালবাজার সূত্রের খবর, তাঁর এই মন্তব্যের জেরেই ওই FIR দায়ের হয়েছে। এখন দেখার, পুলিশ কী করে ওই অভিযোগ নিয়ে। মিঠুনেরই বা অবস্থান কী হয়। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবান্নের পাঠানো তালিকা থেকে চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি দিল রাজভবন

রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করল বাস মালিকদের সংগঠন

মমতার উদ্যোগে বাংলায় তৈরি হবে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে ‘পঞ্চায়েত’-এর জামাই আসিফ, পাত্রী কে?

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে ‘মানববন্ধন’

নিজেই নিজেকে অপহরণ, ভক্তদের ‘বোকা’ বানিয়েছেন সুনীল পাল, বিস্ফোরক তথ্য সামনে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর