এই মুহূর্তে




কালীপুজো-দীপাবলিতে সারা রাজ্যে ৪ হাজার কোটির বাজি বিক্রি

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: পরিবেশবিদ(Environmentalist) থেকে চিকিৎসকেরা(Doctors) সবাই বলছেন, বায়ু দূষণ(Air Pollution) কমাতে হলে আতসবাজির(Fireworks) ব্যবহার কম রাখতে হবে। কিন্তু সেকথা শুনছে কে! কালিপূজো(Kalipuja) হবে, দীপাবলী(Diwali) হবে, আর বাজি পুড়বে তা আবার হয় নাকি। তাই যথেচ্ছ বাজি পুড়েছে এবারেও। বাজি নির্মাতা ও বিক্রেতাদের দাবি, এই বছর কালীপুজো আর দীপাবলিতে সারা রাজ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। বাজি ব্যবসায়ীদের একাধিক সংগঠনের দাবি, শুধুমাত্র কলকাতা(Kolkata) ও আশপাশের এলাকাতেই প্রায় ৩০০ কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। কিন্তু এর জেরে যে বায়ু দূষণের ঘটনা ঘটেছে তার খবর কজন রাখেন? বাতাসের দূষণ সূচক Air Quality Index বা AQI ১৫০-এর বেশি হলেই তা ক্ষতিকর। এবারে শুধুমাত্র কলকাতাতেই তা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। অতএব বুঝে নিন, বাজি বিক্রির সঙ্গে পাল্লা দিয়ে ঠিক কী মাপে বায়ু দূষণ হয়েছে আর তার জেরে মানুষের শরীরে থাকা ফুসফুস কতখানি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আরও পড়ুন, মমতার মাস্টারস্ট্রোক, ভূমিহীন আবাস উপভোক্তারা সর্বাধিক ২ কাঠা করে জমি পাবেন

আলোর উৎসবে গোটা রাজ্যে কত টাকার বাজি পুড়ল সেই তথ্য রীতিমতো চমকে ওঠার মতো। চম্পাহাটি-হাড়াল আতশবাজি ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, এবার প্রায় ১২ হাজার টন বাজি বিক্রি করেছেন তাঁরা, যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। বজবজ, নুঙ্গি মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার বাজি। হাওড়ার বাজি বাজারে সাতদিনে প্রায় দেড় কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে প্রচুর অসাধু ব্যবসায়ী ফুটপাতজুড়ে শব্দবাজি বিক্রি করেছে। কলকাতায় ময়দান, টালা, কালিকাপুর ও বেহালার বাজি বাজারে প্রায় এক কোটি টাকার বাজি বিক্রি হয়েছে খবর। সারা বাংলা আতশবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, ‘বাংলাজুড়ে এবার ১০২টি বাজি বাজার বসেছিল। উত্তরবঙ্গে ৪২টি এবং দক্ষিণবঙ্গে ৬০টি। কিন্তু চাহিদার তুলনায় এতগুলি বাজারও পর্যাপ্ত নয়। বাজারের সংখ্যা বাড়লে আগামী দিনে ব্যবসার অঙ্ক আরও বাড়বে।’ বাজি প্রস্তুতকারক ব্যবসায়ীদের দাবি, এই শিল্পে অসংগঠিত শ্রমিকের সংখ্যা প্রচুর। ফলে ব্যবসার মোট পরিমাণ হিসেব করা বেশ কঠিন।

আরও পড়ুন, ভোটারদের ‘মন বুঝতে’ ৬ বিধানসভা কেন্দ্রে বুথস্তরে সমীক্ষা তৃণমূলের

তারপরও বাজি ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন মহলের বক্তব্য, বাজি কিনতে যেভাবে বাঙালির উৎসাহ চোখে পড়েছে, তাতে মোট ব্যবসার পরিমাণ অন্তত ৪ হাজার কোটি তো হবেই। কিন্তু দূষণ? সেটা কমবে কীভাবে? তথ্য বলছে বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত খাস কলকাতার বুকে থাকা বালিগঞ্জে বাতাসের দূষণ সূচক বেড়েছে রকেট গতিতে। বৃহস্পতিবার দুপুর ৩টেয় যা ছিল ৫৮, শনিবার ওই একই সময়ে তা পৌঁছে যায় ৩০০-য়! বিধাননগর থেকে শুরু করে রবীন্দ্র ভারতী, ফোর্ট উইলিয়াম, যাদবপুর ছবিটা প্রায় সর্বত্রই মোটের উপর এক। গতকাল অর্থাৎ রবিবার রাত পর্যন্ত কলকাতা ও শহরতলি এলাকায় নিষিদ্ধ শব্দবাজি দেদার ফেটেছে বলে জানাচ্ছেন পরিবেশকর্মীরা। তাঁদের আরও দাবি, কলকাতার বুকে উত্তরের তুলনায় দক্ষিণের বহুতলগুলোর একটা বড় অংশ থেকে নিষিদ্ধ আলোর বাজি বেশি মাত্রায় বায়ুদূষণ ছড়িয়েছে। এর জেরে চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বাতাসে যে ভাবে বিষ মিশেছে, তাতে মূলত প্রবীণ এবং শিশুদের ফুসফুসের রোগের সমস্যা বাড়বে। বাজিতে ফসফরাস, পটাশিয়াম নাইট্রেট, চারকোল, সালফার অক্সাইড, কপার, ক্যাডিয়াম, লেডের মতো উপাদান থাকে। যা পুড়ে গিয়ে বাতাসে মেশে এবং শরীরে সে সব ঢুকলে দৃষ্টিশক্তি কমা, শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে তোলে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

নজরে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিধায়কদের একগুচ্ছ দাওয়াই মমতার

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

বাংলাদেশ শান্তি সেনা পাঠানোর দাবি মমতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর