27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:02 am
নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ও শাসল দলকে আক্রমণ শুরু করেছে বিরোধীরা। বিশেষ করে বিজেপির নেতারা। সেই বিজেপিকেই এদিন কড়া জবাব দিলেন কলকাতাঁর মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম(Firhad Hakim)। শনিবার ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এদিন কেওড়াতলা শ্মশানে যান ফিরহাদ। সঙ্গে ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিষ কুমারও। সেখানে দুইজনই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হন। আর তখনই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) কটাক্ষ হানেন ফিরহাদ। ডেঙ্গি(Dengue) নিয়ে দুইজনের দাবিকে কটাক্ষ হানার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে কটাক্ষ হানেন ববি।
বাংলার ডেঙ্গু নিয়ে শুভেন্দু অধিকারী গতকালই সাংবাদিকদের জানিয়েছিলেন, এ রাজ্যের ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এরাজ্যে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন। সেই দাবিকে কার্যত কটাক্ষ হেনে এদিন ফিরহাদ বলেন, ‘শুভেন্দু অধিকারী অনেকটা গাঁয়ে মানে না আপনি মোড়ল হয়েছেন। ডেঙ্গু শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায় হচ্ছে না। ডেঙ্গু উত্তর প্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রকোপ দেখা দিয়েছে। সেসব রাজ্যেও সেন্ট্রাল টিম পাঠানো হোক। শহর কলকাতায় ডেঙ্গুর সংক্রমণ নতুন কোন ঘটনা নয়। কলকাতা পুরসভা রাস্তায় নেমে ডেঙ্গু প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে। সেন্ট্রাল টীম এ রাজ্যে বা শহরে এসে রাতারাতি তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবেন কি?’ এই একই বিষয়ে তিনি কটাক্ষ হেনেছেন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করেও। বলেছেন, ‘কারোর কাজ নিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করাটা সহজ, কিন্তু কাজ করাটা সহজ নয়। দিলীপ ঘোষ মুখে বড় বড় কথা রোজই বলে থাকেন, রাস্তায় নেমে তিনি কোন কাজটা এখনও পর্যন্ত করতে পেরেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডেঙ্গি বা কোন রোগের প্রভাব দেখা দিলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি রাস্তায় নেমে কাজ করেন? রাজ্যের মন্ত্রী বা মেয়র হিসাবে নয় শহর কলকাতা মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে রাস্তায় নেমে ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেমন কাজ করে যাচ্ছি, আগামী দিনেও কাজ করে যাব।’
ডেঙ্গু ছাড়াও এদিন ফিরহাদ শুভেন্দুকে একহাত নিয়েছেন শুভেন্দুকে তাঁর রাজ্যপাল প্রসঙ্গে করা মন্তব্যের জেরে। শুভেন্দু গতকালই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের কোন নেতার বাড়ি কে যাচ্ছে কে বেরোচ্ছে সমস্ত খবরা খবর রাজ্যপাল রাখছেন। তাঁর পরিপ্রেক্ষিতেই এদিন ফিরহাদ বলেন, ‘রাজ্যের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, সৌজন্য বজায় থাকবে এটাই হওয়া উচিত। যে রাজ্যপাল কাজের বদলে মুখ্যমন্ত্রীকে টাইট দিতে আসবেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবে তিনি ভালো আর যিনি শুভেন্দুর কথা শুনে সেটা করবেন না। তিনি খারাপ এটা হয় না। আমরা বাংলায় উন্নয়নের রাজনীতি করব। বিজেপির সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করব। শুভেন্দু যে উন্নয়ন ছেড়ে শুধু রাজনীতি করতে চাইছে- এটা বাংলার মানুষ মেনে নেবে না।’