এই মুহূর্তে




বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের




নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। এই ধরনের দুর্ঘটনা যাতে আর কোনদিন না হয় তার জন্য মন্ত্রকের যা যা করার তা করা উচিত। বিমানে শুনেছি এসি চলছিল না এসব তদন্ত করে দেখা উচিত। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করেন। কলকাতা পুরসভা এলাকায় বেআইনি বাড়ি প্রসঙ্গে মেয়র বলেন,মানুষজন ভাবে যে কেনো বেআইনি বাড়ি হচ্ছে। যেখনে কোর্টের অর্ডার আছে। কিন্তু কোর্টের জন্য করতে পারছি না। সেই সমস্ত বাড়িতে আমরা বোর্ড লাগিয়ে দেব যে কোর্টের মামলার জন্য আমরা ভাঙতে পারছি না। ২ ফুট বাই ৪ ফুটের ফ্লেক্স লাগানো হবে। যাতে মানুষ জানতে পারবে কি কারণে বেআইনি বাড়ি ভাঙার চেষ্টা করা হচ্ছে।

কিন্তু কোর্টের নির্দেশে সেটা আটকে রয়েছে। আমাদের এস ও পি তৈরি করছি রাজ্যের স্তরের কমিটির প্রথম বৈঠক হয়ে গেছে। এবার দ্বিতীয় বৈঠকে রুফ টপের ভবিষ্যৎ ঠিক হবে। ব্যাটারি চালিত গাড়ি কে রিপেয়ার করে আমরা নতুন রূপে তৈরি করে রাস্তায় নামাচ্ছি। সেতুর নিচে দখলদারি জন্য অসুবিধা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে সেতুর নিচে রান্না হচ্ছে। তার ফলে আগুনের তাপে লোহার শক্তি দুর্বল হচ্ছে। কে এম ডি এ সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য যারা সেতু তলায় থাকছে, তাদেরকে ফুটপাথ ও সেতুর তলা থেকে তুলে দিচ্ছে। আমাদের বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের শেল্টারে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হচ্ছে। আবার যদি বসে যাচ্ছে তো সেটা দেখার কাজ পুলিশের। কারণ দেখতে হবে তাদের কার্ড আছে কি না। সেটা পুলিশের দেখার দায়িত্ব। আমাদের তাদের পরিচয়পত্র দেওয়ার কাজ নয়। হাওড়া ধাপা গ্রাউন্ডে ৫০ বছর ৬০ বছরের পাপ আমি নিজের ঘাড়ে কেন নেবো। আমাদের বায়ো মাইনিং কাজ হচ্ছে। আরডিএফ তৈরি করছি। আমরা এখন বায়ো মাইনিং করে আবর্জনাকে প্রসেস করছি।

এখন অনেক মানুষের ঘুম ভেঙেছে মনে হয় আগে এই রকম ছিল না। একজন আদালতে গিয়ে মামলা করে দিল আর আদালত(Court) একটা জরিমানা করে দিল। আমরা প্রমোদ নগরে করেছি। আমি আজকে চাইব আর ভ্যানিশ হয়ে যাবে। সেটা তো হবে না। তার জন্য সময় দিতে হবে। যারা পরিবেশবিদ তারা সমালোচনা করতে পারে কিন্তু সমস্যার সমাধান করা মুস্কিল। লাগাতার সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদারের পুলিশি অত্যাচার নিয়ে অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন,সত্যিকারে পুলিশের অত্যাচার সুকান্ত মজুমদার জানেন না। প্রকৃত এডমিনিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন। সাইবাড়ি দেখেছে, নন্দীগ্রাম দেখেছে তিনি জানেন না। কেন্দ্রীয় মন্ত্রী কে পাগল আর ছাগল। আমরা ভারতের একটা অভিন্ন অঙ্গ। ইস্ট পাকিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গ। বাংলদেশে হতে দেব না। আমরা বাংলাদেশ নিজেই হতে দেব না। আমাদের বিহার সঙ্গে সংস্কৃতি মেল নেই। বাংলা তাই করবে বিহার ও সেই করবে। তিনি ভোট কে ডিভাইড এন্ড রূল তৈরি করতে চাইছেন। তারা আগুন নিয়ে খেলছেন। বাংলা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে। এই বাংলার ঐক্যের জন্য গান গায়। এই বাংলা কে বিভাজন হতে দেবেন না। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,এটা নিয়ে আমাদের সাধারণ সম্পাদক একটা তদন্ত চেয়েছেন। আমরা চাই একটা হাই লেভেল তদন্ত হোক। এসি(AC) চলছিল না। আমরা চাই কি ভাবে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত হোক। যেটা হয়েছে খুব দুঃখের এটা যাতে আর কোনো দিন না হয় তার জন্য আমদের মন্ত্রকের যা যা করার দরকার সেটা করা উচিত ।

বিমানের রক্ষণাবেক্ষণ করা দরকার। তাই একটা হাই লেভেল ইনকুইরি হওয়া উচিত বললেন মেয়র ফিরহাদ হাকিম। মহেশতলায়(Mahestala) গোলমাল প্রসঙ্গে মেয়র বলেন,আমি দেখেছি অনেক পুলিশ আছে। একটা উস্কানি দেওয়া হয়েছে। একটা ষড়যন্ত্র। এটা যারা করছে তারা ক্রাইম বাড়াচ্ছে। আইন কে যদি কেউ হাতে তুলবেন সেটা হতে পারে না। ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করার জন্য তারা চেষ্টা করছে। পহেলগাঁও সময় তার যখন ভাগাভাগি করতে চেয়ে ছিল তখন ঝন্টু শেখ নিজের প্রাণ দিয়ে ছিল। যে হিন্দু মুসলমান নয়। তারা ভোট কে কেন্দ্রে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য রাজনীতি করছে। মেয়র জানান,নিকাশি বিভাগের একটা ডিজিটাল ম্যাপ (Digital Map)তৈরি করা হচ্ছে। সেটা একটা ইতিহাস হয়ে থাকবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ