নিজস্ব প্রতিনিধি: ‘আগামী দিনে বিজেপিতে আরও বড় ভাঙন হতে চলেছে। জাতীয় স্তরের এক নেতা যোগ দিতে চলেছেন তৃণমূলে। বিজেপির কেউ ভাবতেও পারবে না তিনি তৃণমূলে যোগ দেবেন।’ বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেড়িয়ে এমন কথাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি এদিন এটাও দাবি করেছেন, ‘লাইনে অনেকেই দাঁড়িয়ে আছেন। অনেক বিধায়কই তৃণমূলে যোগ দিতে চাইছেন’
ফিরহাদের এই দাবির জেরে এখন বাংলা ছাড়িয়ে জাতীয় স্তরের রাজনীতিতেও জল্পনা ছড়িয়ে পড়েছে। জাতীয় স্তরের বিজেপির কোন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন তা নিয়েই এখন জল্পনা শুরু হয়ে গিয়েছে।
যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই সব ধারনা খুবই ভ্রান্ত। না রাজ্য স্তরের কোনও নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন না জাতীয় স্তরের কোনও নেতা। ইচ্ছাকৃত ভাবে এই সব কথা বলে রাজনৈতিক স্তরে একটা অস্থিরতা ছড়িয়ে দেওয়া হচ্ছে মাত্র।