ইডি কোনও নোটিস দেয়নি, মিথ্যা প্রচার করা হচ্ছে: ফিরহাদ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এদিন সকালেই জানা গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিকে নোটিস দিয়ে তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য। কারন ইডির নাকি দাবি, প্রিয়দর্শিনীর স্বামী বেশ কয়েকবার বিদেশ গিয়েছেন ও তাঁর হাত দিয়ে বিদেশে টাকা পাচার করা হয়েছে। আর এই কারনেই প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রেখে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন ইডি'র আধিকারিকেরা। সেই সব অসঙ্গতি কাটাতে প্রিয়দর্শিনীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরিয়েছে ইডি।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরে প্রশ্ন বাংলাজুড়ে
কিন্তু এদিন বেলা গড়াতেই ফিরহাদ হাকিম নিজেই জানিয়ে দিলেন, তাঁর মেয়েকে এই ধরনের কোনও নোটিসই দেওয়া হয়নি। কার্যত মিথ্যা প্রচার করা হচ্ছে বিষয়টিকে নিয়ে। তাই এই ঘটনায় তিনি মানহানির মামলা করবেন। প্রিয়দর্শিনী নিজেও এদিন ফেসবুকে তাঁর পেজে লিখে জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের কোনও নোটিস তিনি পাননি। তাঁর বাবাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
আরও পড়ুন কুরুচিকর মন্তব্য স্বস্তিকার ছবিতে, পাল্টা দিলেন নেটিজেনরাই
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই নোটিস ধরানোর পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে ইডি নোটিস ধরানো হয়েছে বলে এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন ‘আমার সময় শেষ’, ভাষণ শেষেই মঞ্চে লুটিয়ে পড়লেন কৃষক নেতা
কিন্তু ফিরহাদ বেলার দিকে জানান, সোমবার সকাল পর্যন্ত তেমন কোনও নোটিস তাঁদের হাতে এসে পৌঁছয়নি। বাবার বক্তব্যের সমর্থনে ফেসবুকে প্রিয়দর্শিনী লিখেছেন, 'আমার বাবা রাজনীতিক। তাঁকে বদনাম করতেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং তাঁকে হেনস্থা করতে আমাকেও টেনে আনা হচ্ছে। কারণ ছেলেমেয়েই বাবা-মায়ের সবচেয়ে বড় দুর্বলতা। বিরোধীদের হেনস্থা করতে আমাদের দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।'
আরও পড়ুন চারে মিলে লুটে খেল বাইশের যুবতীকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস ধরানোর পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল। এখন সেক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে যে, প্রিয়দর্শিনীও কী বিজেপির সেই নোংরা রাজনীতির শিকার হচ্ছেন? ফিরহাদ এদিন এই প্রসঙ্গে বেশ স্পষ্ট ভাবে জানিয়েভ বলেছেন, 'সোমবার সকাল পর্যন্ত কোনও নোটিস পাইনি আমরা। বিজেপি-র মাথায় অনেক কিছু ঘুরছে।
আরও পড়ুন ডিম-ভাতের পাল্টা মাছ-ভাত, বাঙালির মন পেতে নতুন কৌশল বিজেপির
চাইলে মামলা করতেই পারে ওরা। সে ক্ষেত্রে আদালত রয়েছে। সেখানেই বুঝে নেব। কিন্তু এখনও পর্যন্ত কোনও নোটিসই পাইনি। যারা এই ধরনের মিথ্যে প্রচার করছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আমাদের সঙ্গে মুখোমুখি লড়াই করার ক্ষমতা নেই বিজেপি-র। তাই পরিবারকে হেনস্থা করা হচ্ছে। পেরে উঠবে না জেনেই কাপুরুষের দল এখন মা-বোনেদের নিশানা করছে। ২০১৬-তেও মিথ্যে মামলা এনে হেনস্থা করেছিল। সেগুলো ধামাচাপা পড়ে গিয়েছে। এখন আবার নতুন অভিযোগ এনে হেনস্থা করা হচ্ছে।'
আরও পড়ুন মার্চেই কি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা? প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
আরও পড়ুন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরে প্রশ্ন বাংলাজুড়ে
কিন্তু এদিন বেলা গড়াতেই ফিরহাদ হাকিম নিজেই জানিয়ে দিলেন, তাঁর মেয়েকে এই ধরনের কোনও নোটিসই দেওয়া হয়নি। কার্যত মিথ্যা প্রচার করা হচ্ছে বিষয়টিকে নিয়ে। তাই এই ঘটনায় তিনি মানহানির মামলা করবেন। প্রিয়দর্শিনী নিজেও এদিন ফেসবুকে তাঁর পেজে লিখে জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের কোনও নোটিস তিনি পাননি। তাঁর বাবাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
আরও পড়ুন কুরুচিকর মন্তব্য স্বস্তিকার ছবিতে, পাল্টা দিলেন নেটিজেনরাই
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই নোটিস ধরানোর পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে ইডি নোটিস ধরানো হয়েছে বলে এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন ‘আমার সময় শেষ’, ভাষণ শেষেই মঞ্চে লুটিয়ে পড়লেন কৃষক নেতা
কিন্তু ফিরহাদ বেলার দিকে জানান, সোমবার সকাল পর্যন্ত তেমন কোনও নোটিস তাঁদের হাতে এসে পৌঁছয়নি। বাবার বক্তব্যের সমর্থনে ফেসবুকে প্রিয়দর্শিনী লিখেছেন, 'আমার বাবা রাজনীতিক। তাঁকে বদনাম করতেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং তাঁকে হেনস্থা করতে আমাকেও টেনে আনা হচ্ছে। কারণ ছেলেমেয়েই বাবা-মায়ের সবচেয়ে বড় দুর্বলতা। বিরোধীদের হেনস্থা করতে আমাদের দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।'
আরও পড়ুন চারে মিলে লুটে খেল বাইশের যুবতীকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস ধরানোর পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল। এখন সেক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে যে, প্রিয়দর্শিনীও কী বিজেপির সেই নোংরা রাজনীতির শিকার হচ্ছেন? ফিরহাদ এদিন এই প্রসঙ্গে বেশ স্পষ্ট ভাবে জানিয়েভ বলেছেন, 'সোমবার সকাল পর্যন্ত কোনও নোটিস পাইনি আমরা। বিজেপি-র মাথায় অনেক কিছু ঘুরছে।
আরও পড়ুন ডিম-ভাতের পাল্টা মাছ-ভাত, বাঙালির মন পেতে নতুন কৌশল বিজেপির
চাইলে মামলা করতেই পারে ওরা। সে ক্ষেত্রে আদালত রয়েছে। সেখানেই বুঝে নেব। কিন্তু এখনও পর্যন্ত কোনও নোটিসই পাইনি। যারা এই ধরনের মিথ্যে প্রচার করছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আমাদের সঙ্গে মুখোমুখি লড়াই করার ক্ষমতা নেই বিজেপি-র। তাই পরিবারকে হেনস্থা করা হচ্ছে। পেরে উঠবে না জেনেই কাপুরুষের দল এখন মা-বোনেদের নিশানা করছে। ২০১৬-তেও মিথ্যে মামলা এনে হেনস্থা করেছিল। সেগুলো ধামাচাপা পড়ে গিয়েছে। এখন আবার নতুন অভিযোগ এনে হেনস্থা করা হচ্ছে।'
আরও পড়ুন মার্চেই কি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা? প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
'তৃণমূল, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে,' ব্রিগেডে দাবি অধীরের
1st March 2021
Leave A Comment