-273ºc,
Friday, 2nd June, 2023 8:16 pm
নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Sagardighi By Election) পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। রাজ্যের শাসকদলের প্রার্থীকে হারিয়ে বিধানসভায় একটি আসন নিশ্চিত করেছে কংগ্রেস। ইতিমধ্যে পরাজয়ের কারণ নিয়ে জোড়াফুল শিবিরের অন্দরে শুরু হয়েছে পর্যালোচনা। সেই আবহে সংবাদমাধ্যমের সামনে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সাংবাদিকরা সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের পরাজয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা মিডিয়ায় বলবো না, আমার দলকে আমি বলব।’ উল্লেখ্য আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচনের ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার সাগরদিঘির ফল পঞ্চায়েত নির্বাচনের আগে জনমতের প্রতিফলন বলে মত বিশেষজ্ঞদের।
সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। গত বিধানসভায় সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী, অধুনা প্রয়াত সুব্রত সাহা বিপুল ভোটে জেতার দু বছরের মধ্যে কীভাবে ফলে এত পরিবর্তন হল তা নিয়ে বিশ্লেষণে বসেছে তৃণমূল।