এই মুহূর্তে




কলকাতায় কিছুই করতে পারবে না শুভেন্দু অধিকারী : ফিরহাদ হাকিম




নিজস্ব প্রতিনিধি:আমরা ১৩০ তারা ২ বা ৩ যাইহোক না কেন,কলকাতায় কিছুই করতে পারবে না শুভেন্দু অধিকারী। শুক্রবার এই মন্তব্য করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন,সব কেসে বিহার যোগ দেখা যাচ্ছে। বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। আদালত কড়া শাস্তি দিক আমি চাই। এই রকম শাস্তি দিক যাতে আমাদের মেয়েদের সঙ্গে কেউ এইরকম করতে না পারে। কে মানতে পারছে পারছে না। সেটা নিয়ে কি আসে যায়। কোর্ট শেষ কথা বলবে। দিলীপ দা আসবে নাকি তৃণমূল । কখন এই কথা বলছে আবার কখনও অন্য কথা বলে। সম্প্রদায়িক দলের বিরুদ্ধে বাংলা মানুষ সব সময় সোচ্চার। তাই তাদের ভেদভেদের রাজনীতি এখন কাজ করছে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।শাসক বিরোধী দলের কাউন্সিলরদের বেআইনি বাড়ি নিয়ে উত্তাল কলকাতা পৌর সংস্থার মাসিক অধিবেশন উত্তাল।

গতকালকেই ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি বাড়ি বেআইনি ভাবে হয়েছে বলে অভিযোগ করেছিলেন।শুক্রবার আবার কলকাতা পৌর সংস্থা অধিবেশনে বেআইনি বাড়ি তরজা নিয়ে হইচই শুরু হয় অধিবেশন চলাকালীন। অধিবেশনের শেষের দিকে সজল ঘোষ প্রস্তাব উপস্থাপন করার সময় অনন্যা ব্যানার্জি বেআইনি বাড়ির বিষয় নিয়ে আলোকপাত করেন। তার পরেই শুরু হয় হইচই ও বচসা। মেয়র অনন্যা ব্যানার্জি বাড়ি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মেনে নেন যে তার বাড়ির বেআইনি হয়েছিল। পরে হিয়ারিং অফিসার গিয়ে বেআইনি অংশ ভেঙে দিয়েছিল। তার পরে আইনি বৈধতা মধ্যে দিয়ে ৩৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পর তার বাড়িকে আইনি বৈধতা দেওয়া হয়েছিল বলে অধিবেশন কক্ষে জানান মেয়র। অধিবেশনের শেষে সজল ঘোষ পাল্টা অভিযোগ করেন যে মেয়র ভুল তথ্য দিচ্ছেন। তিনি তার দাবিতে অনড় থেকে বলেন যে কোর্টে গিয়ে তিনি প্রমাণ করে দেবেন যে তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জি(Anayana Banerjee) বাড়ি বেআইনি ছিল। তার দাবি শুক্রবার মেয়র নিজেই স্বীকার করে ছিলেন যে বেআইনি হয়েছিল। সুতরাং তিনি আসল তথ্য গরমিল করতে চাইছেন বলে অভিযোগ করলেন বিজেপির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ।

তার দাবি, কলকাতা পৌর সংস্থা আইন ভাবে বেআইনি পথে গিয়ে অনন্যা ব্যানার্জি বাড়ি থেকে অনেক কম পয়সার বিনিময় বেআইনি বাড়ি কে আইনি বৈধতা দিয়েছে। অন্যদিকে পাল্টা সজল ঘোষের বিরুদ্ধে হুঁশিয়ারি ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জির। তার হুঁশিয়ারি ইট মারলে পাটকল খেতে হয়। তিনি ও সজল ঘোষের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুশিয়ারি দিয়ে গেলেন। তার পাল্টা অভিযোগ সজল ঘোষের বাড়ি ১১, হুজুরী মাল লেন এর বাড়ি ও বেআইনি ভাবে তৈরি করেছেন। সেই বাড়ির আশেপাশে একটু জায়গায় ছাড়া হয়নি। তার দাবি আমি কোর্টে যেতাম না কিন্তু তাকে ধন্যবাদ তিনি আমার বাড়ির বিজ্ঞাপন করে দিলেন সেটা ও বিনা পয়সায়। সজল ঘোষকে(Sajal Ghosh) এদিন ‘মিডিয়া বাবু’ বলে সম্বোধন করেন অনন্যা ব্যানার্জি। তার দাবি এবার সজল ঘোষ তার বিরুদ্ধে কোর্টে না গেলেও তিনি কিন্তু কোর্টে যাবেনই বলে কড়া পাল্টা হুশিয়ারি দেন অনন্যা ব্যানার্জি। বাঘাযতীনের বিপর্য মুখ থেকে বেশি কলকাতা পৌর সংস্থার মাসিক অধিবেশনে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির কাউন্সিলরদের বেআইনি বাড়ির তরজায় উত্তাল হয়ে উঠে।বাঘাযতীন বাড়ির কাণ্ডে প্রোমোটার অন্যায় করেছে। তার পরেও বাড়িতে যারা থাকছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের পুনর্বাসন করার জন্য অস্থায়ী একটা ঘর করে দেওয়া হবে। পরবর্তী কালে আইন দেখে বাংলার বাড়ির প্রকল্পের আওতায় নিয়ে এসে বাড়ি করা যেতে পারে। আগে দেখতে হবে প্রোমোটার আমাদের বিরুদ্ধে কোর্টে যাবে কি না। সেই সমস্ত দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। সবচে বড় অন্যায় প্রোমোটার ও লিফটিং এজেন্সির অন্যায় করেছে। সয়েল টেস্ট না করে অভিঞ্জনিক ভাবে তোলার চেষ্টা হয়েছে। আমি আমার দফতরের সচিবকে একটা নতুন এস ও পি তৈরি করতে বলেছি। যেখানে  সয়েল টেস্ট (Soial Test)করতে হবে।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে হবে। আর যে কোম্পানি কাজ করবে তার কাজ করার ক্ষমতায়ন খুঁটিয়ে দেখার পর কাজের অনুমতি দেওয়া হবে। মেয়র বলেন যে বাড়ি সম্পূর্ণ ভাবে ভাঙতে ১৫ দিন লাগবে। আমরা নিজেদের তদন্ত করছি। তাদের আবাসিক দের আপাতত তাদের জমিতে পুনর্বাসন দেওয়া হবে বলে আশ্বাস মেয়রের। অনন্য ব্যানার্জি বলেই হইচই করছে। এটা নিয়ে হাহামরি কিছুই নেই।যে কেউ এই ভাবে অনুমতি নিয়ে নিতে পারবেন। ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন তো কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সবাইকে পেনশন, বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা দিচ্ছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমে ব্যাপক তুষারপাত, খুশি পর্যটকরা

আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে অতি দ্রুত বন্ধ কাজ শুরু করতে কড়া নির্দেশ হাইকোর্টের

জামতারা গ্যাংয়ের কোমর ভাঙতে অপারেশন ‘সাইবার শক্তি’ রাজ্য পুলিশের

নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলরকে শোকজ করে ৫ দিনের মধ্যে জবাব চাইল নেতৃত্ব

ফেসবুক পেজে তথ্য বদল! মেটাকে আইনি নোটিস অভিষেকের

বাড়বে কুয়াশার দাপট,ফের নামবে পারদ,কেমন থাকবে আবহাওয়া?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর