এই মুহূর্তে

বাম জমানায় ৬১৪ জনের নিয়োগ দুর্নীতির দায় নেবে না বর্তমান সরকার

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় খাদ্য দফতরে নিয়োগ দুর্নীতির অভিযোগ। সেই মামলায় ৬১৪ জন কর্মীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে স্যাট। তবে রাজ্য সরকার সাফ জানিয়েছে, বাম আমলে হওয়া দুর্নীতির দায় নেবে না বর্তমান সরকার। খাদ্যমন্ত্রী (FOOD MINISTER) রথীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, যাঁদের চাকরি গিয়েছে তাঁরা নিজেরা মামলা লড়তে পারেন। এক্ষেত্রে সরকারের ভূমিকা নেই কোনও। তিনি বলেন, এই দায় ছিল বাম সরকারের।

খাদ্য দফতরে (FOOD SUPPLY DEPT) ৬১৪ জন কর্মীর নিয়োগ বেআইনি ভাবে হয়েছিল, এই অভিযোগ তুলে হয়েছিল মামলা। তাঁদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে স্যাট। প্রশ্ন উঠেছিল, এই মামলায় বরখাস্ত হওয়া কর্মীদের পাশে দাঁড়িয়ে আদালতে পক্ষ হবে সরকার? এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বর্তমান রাজ্য সরকার এই মামলায় পক্ষ হবে না। স্মপূর্ণ দায় আগের সরকারের। তিনি আরও বলেন, যেই প্যানেল এই চাকরি দিয়েছে, তাঁদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ।

অবশ্য বামেদের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে,  এই বিষয় আদালতের বিচারাধীন। আদালতের যা নির্দেশ তাই হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ৫ আধিকারিকের কমিটি ইন্টারভিউ নিয়েছে। অন্যায় হলে তার দায় তাঁদের। এখানে দল, সরকার বা মন্ত্রীর কোনও গল্প নেই।

উল্লেখ্য, খাদ্যদফতরে ২০১০ সালে নিয়ম ভেঙে গ্রুপ-ডি (GROUP- D) পদে নিয়োগ করা হয় এই ৬১৪ জনকে। সেই ঘটনার জেরে মামলা দায়ের হয় রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে B(SAT)। সেই মামলাতেই ওই ৬১৪ জন গ্রুপ-ডি স্টাফের চাকরি বাতিল করে দিল স্যাট। শুধু তাই নয়, যারা এই ৬১৪ জনকে বেআইনি ভাবে নিয়োগ করেছিল সেই সিলেকশন বোর্ডের ৫ জন সদস্য সহ এই ঘটনায় আরও যারা যারা জড়িত তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশও দিয়েছে স্যাট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর