এই মুহূর্তে




শনিবার রাত থেকে বাতিল বহু ট্রেন, কবে স্বাভাবিক হবে পরিষেবা?




নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ফের ভোগান্তিতে পড়তে চলেছেন রেলের নিত্যযাত্রীরা। বন্ধ থাকছে রেল পরিষেবা।  শিয়ালদহ থেকে দমদম জংশন পর্যন্ত অংশে শনিবার রাত থেকে বন্ধ থাকবে রেল পরিষেবা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত পূর্ব রেলের, জেনে নেওয়া যাক। জানা গিয়েছে শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত অংশে ৩ ও ২৭ নম্বর ব্রিজে গার্ডার বদলের কাজ হবে। সেই জন্য শনিবার রাত ১০টা ১৫ থেকে শুরু করে রবিবার সকাল ৮টা ১৫ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখা হবে।

যেহেতু রবিবার ছুটির দিন, তাই সেই সময়ের সুযোগের সদব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে কিছু কিছু বেসরকারি অফিস রবিবারও খোলা থাকে। তাঁরা নিঃসন্দেহে অসুবিধায় পড়বেন তাতে সন্দেহ নেই। যাদের রোমোট  দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন। শনিবার রাতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৩৬টি এবং রবিবার সকালে আপ ও ডাউন মিলিয়ে ৩৮টি, অর্থাৎ মোট ৭৪টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই দশ ঘণ্টার জন্য আপ ও ডাউন মিলিয়ে ডিভিশনের মোট ন’টি লোকাল গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই যাত্রা শেষ করবে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে দেখে নিন

শিয়ালদা-নৈহাটি আপ ও ডাউনের ৮ টি ট্রেন

শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউনের ৬টি ট্রেন

শিয়ালদা-ব্যারাকপুর আপ ও ডাউনের একগুচ্ছ ট্রেন

শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউনের কিছু ট্রেন

বারাসাত-দত্তপুকুর আপের কিছু ট্রেন

শিয়ালদা-দত্তপুকুর আপ ও ডাউনের বেশ কিছু ট্রেন বাতিল থাকছে।

গেদে-শিয়ালদা, শিয়ালদা-গেদে, শিয়ালদা-বনগাঁ, হাসনাবাদ, শান্তিপুর, কৃষ্ণনগর, বারাসত, দত্তপুকুরের কিছু ট্রেন গন্তব্য পৌঁছানোর আগেই যাত্রা শেষ করবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ