এই মুহূর্তে

৩ পুরসভার জন্য ৩২৮ কোটি টাকার পানীয় জল প্রকল্প

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায়(Kolkata) কার্যত ঠাঁই নাই নাই দশা। সেই সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাটের দাম যা বেড়েছে তা আম বাঙালির ধরা ছোঁয়ার বাইরে। তাই শহরে অবাঙালির সংখ্যা এখন ক্রমশই বেড়ে চলেছে। বাঙালিকে এখন তাই মাথার ছাদ খুঁজতে হচ্ছে শহরতলি এলাকায়। এতদিন সেই বৃহত্তর কলকাতা বা শহরতলি হিসাবে চিহ্নিত হত বারাসত-ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া-হুগলি শিল্পাঞ্চল এবং সোনারপুর-বারুইপুর এলাকা। এরই পাশাপাশি উঠে এসেছে সল্টলেক-নিউটাউন এলাকাও। কিন্তু এতদিন সেভাবে নজর পড়েনি কলকাতার দক্ষিণ পশ্চিম দিকে থাকা ৩টি পুরসভা এলাকার দিকে। এই ৩টি পুরসভা হল মহেশতলা(Maheshtala), বজবজ(Budge Budge) ও পূজালি(Pujali)। ঘটনাচক্রে এই ৩ পুরসভা এলাকাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নির্বাচনী কেন্দ্রের মধ্যেই পড়ে। এবার সেই ৩ পুরসভার জন্যই রাজ্য সরকার ৩২৮ কোটি ১১ লক্ষ টাকা মঞ্জুর করল একটি পরিস্রুত পানীয় জল প্রকল্প গড়ে তোলার জন্য। এতে ওই ৩ শহরের অন্তত ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন অমর্ত্য সেন না হয় যোগ্যতা দেখলেন, কিন্তু সংখ্যা? সেটা কোথা থেকে আসবে…

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহেশতলা, বজবজ ও পুজালিতে মোট ওয়ার্ডের সংখ্যা ৭১। এই ৩টি পুরসভা মিলিয়ে একটি পুরনিগম গঠনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। কিন্তু সেই পুরনিগম গঠনের আগে সেখানকার নাগরিক পরিষবার পরিকাঠামো কিছুটা হলেও উন্নত করে তুলতে চাইছে রাজ্য সরকার। এমনিতেই এই ৩টি পুরসভা এলাকায় নিত্যনতুন বহুতলের সংখ্যা বেড়ে চলেছে উল্লেখযোগ্য হারে। পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। এই বিপুল সংখ্যক মানুষের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা না করার উদ্যোগ নিলে ভবিষ্যতে বড়সড় সমস্যা তৈরি হতে পারে। তাই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ১০ লক্ষ মানুষের দৈনিক চাহিদা পূরণ করার মতো পানীয় জল সরবরাহ প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ৪ কোটি গ্যালন জল শোধনের পরিকাঠামো তৈরি হবে সেখানে। তিনটি পুরসভা এলাকা মিলিয়ে মোট ৩৬ কিলোমিটার পাইপলাইন পাতা হবে জল সরবরাহের জন্য। এর পাশাপাশি মহেশতলায় মাটির নিচে তৈরি হবে ৭ লক্ষ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন  দু’টি জলাধার। বজবজে হবে ২০ লক্ষ গ্যালনের ভূগর্ভস্থ জলাধার। এছাড়াও ৭ লক্ষ গ্যালনের একটি ওভারহেড জলাধার তৈরি হবে বজবজে। কাজগুলি করবে কেএমডিএ।

আরও পড়ুন ১ বছরে বাংলায় যক্ষাতে আক্রান্ত ১ লক্ষ মানুষ, নেপথ্যে কী কোভিড

প্রসঙ্গত, মহেশতলা, বজবজ ও পূজালি, এই তিনটি পুরসভার মধ্যে গত কয়েক বছরে ফ্ল্যাট এবং বহুতল সবচেয়ে বেশি গড়ে উঠেছে মহেশতলায়। কিন্তু যে তুলনায় এই এলাকায় জনসংখ্যা বেড়েছে সেই তুলনায় বাড়েনি নাগরিক পরিকাঠামো। ফলে সমস্যা হচ্ছিলই। সেই সঙ্গে ধাক্কা লাগছিল এলাকার উন্নয়নও। কিন্তু এখন রাজ্য সরকারে জলের সমস্যা দূর করতে সচেষ্ট হওয়ায় সেখানকার উন্নয়ন তরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এই ৩টি পুরসভা এলাকা মিলিয়ে আগামী দিনে কবে এখানে একটি পুরনিগম গড়ে ওঠে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১টি এবং হুগলি শিল্পাঞ্চলে ২টি পুরনিগম গড়ে তোলার কথা। সেই সময়েই মহেশতলা, বজবজ ও পূজালি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। খুব দ্রুত কিছু হবে না। তাই আপাতত নাগরিক পরিকাঠামো গড়ে তোলার দিকেই জোর দেওয়া হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর