এই মুহূর্তে




শুক্রবার বিকেলেই আছড়ে পড়বে কালবৈশাখী? দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর




নিজস্ব প্রতিনিধি: চৈত্র বৈশাখ কালবৈশাখীর মাস। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বড় বড় শিল পড়ছে- কলকাতাবাসীর কাছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখার সুযোগ প্রায় সোনার পাথরবাটির সমান। তবে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু ভিন্ন কথা বলছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও ইতিউতি বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলেও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বঙ্গের ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অসম, রাজস্থান এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আলিপুর। সেই সঙ্গে রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, অন্যটি ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। আগামী ২৪ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। সবজেলাতেই শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলার কথা রবিবার পর্যন্ত। শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগ কিছুটা হলেও কমতে পারে। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে তাঁরা সমুদ্রে যেতে পারবেন।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরের আটটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়বে। কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের জন্য।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার সফরের আগেই বাড়ল অখিল গিরির গুরুত্ব, নয়া পদের দায়িত্ব পেলেন

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

বাংলাদেশ সীমান্তের উপরে ইজরায়েলি রাডার ড্রোন ও নাইটভিশন ক্যামেরা দিয়ে নজরদারি

দিনেদুপুরে রাস্তার মাঝে গুলিবিদ্ধ পাথর ব্যবসায়ী, চাঞ্চল্য রামপুরহাটে

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

কুকুরের চিৎকারে প্রাণরক্ষা একরত্তির, জমিদারবাড়ির বাগানে সদ্যোজাত উদ্ধারে চাঞ্চল্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর