নলহাটির তৃণমূলত্যাগী বিধায়ককে ফিরিয়ে দিল ফব
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেই ভাল যাচ্ছে না নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামসের। শুক্রবার দলীয় প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি তাঁর। ক্ষোভে-দুঃখে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আর রাত পোহাতে না পোহাতে শনিবার হাজির হয়েছিলেন নিজেরই পুরনো দল ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে। কিন্তু সেখানেও চিড়ে ভেজেনি। খালি হাতেই ফিরতে হয়েছে। নীতি ও আদর্শ বিসর্জন দেওয়া নেতাকে দলের কোনও প্রয়োজন নেই বলে মুখের উপরে জানিয়ে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। আর পর পর দু’বার ধাক্কা খাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মুখ খোলেননি নলহাটির বিধায়ক।
একসময়ের ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা তথা বাম জমানার প্রভাবশালী মন্ত্রী কলিমুদ্দিন শামসের পুত্র মইনুদ্দিন শামস দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। ২০১৬ সালে রাজ্যের শাসকদলের হয়ে দাঁড়িয়ে বীরভূমের নলহাটি থেকে জয়ীও হয়েছিলেন। কিন্তু শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, নলহাটিতে দলের প্রার্থী হয়েছেন রাজেন্দ্র প্রসাদ সিং।
দলীয় প্রার্থী হতে না পেরে শুক্রবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন মইনুদ্দিন শামস। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বালি ও পাথর খাদান থেকে তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলাম এবং অনুব্রত মণ্ডলকে তোলা তুলে দিতে পারিনি বলে টিকিট পেলাম না। সবথেকে বড় অপরাধ, আমি মুসলমান।’ সেই সঙ্গে দল ছাড়ার কথাও ঘোষণা করেছিলেন।
দল ছেড়েই এদিন সকালে নলহাটির বিদায়ী বিধায়ক হাজির হয়েছিলেন নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে। রাজ্য নেতাদের প্রস্তাব দেন, নলহাটি থেকে দলীয় প্রার্থী হতে চান। কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। বিফল মনোরথেই ফিরতে হয় কলিমুদ্দিন শামসের পুত্রকে।
মইনুদ্দিন শামসের দেখা করার বিষয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘মইনুদ্দিন শামস এসেছিলেন। নলহাটি থেকে দলের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অনেকেই টিকিট না পেয়ে যোগাযোগ করছেন। কিন্তু আমরা সাফ বলে দিয়েছি, দল ছেড়ে চলে যাওয়া সহজ, ফেরত আসা কঠিন।দলের দুঃসময়ে যারা চলে গিয়েছিলেন, তাদের ফেরানোর প্রশ্ন নেই।’
.
একসময়ের ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা তথা বাম জমানার প্রভাবশালী মন্ত্রী কলিমুদ্দিন শামসের পুত্র মইনুদ্দিন শামস দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। ২০১৬ সালে রাজ্যের শাসকদলের হয়ে দাঁড়িয়ে বীরভূমের নলহাটি থেকে জয়ীও হয়েছিলেন। কিন্তু শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, নলহাটিতে দলের প্রার্থী হয়েছেন রাজেন্দ্র প্রসাদ সিং।
দলীয় প্রার্থী হতে না পেরে শুক্রবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন মইনুদ্দিন শামস। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বালি ও পাথর খাদান থেকে তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলাম এবং অনুব্রত মণ্ডলকে তোলা তুলে দিতে পারিনি বলে টিকিট পেলাম না। সবথেকে বড় অপরাধ, আমি মুসলমান।’ সেই সঙ্গে দল ছাড়ার কথাও ঘোষণা করেছিলেন।
দল ছেড়েই এদিন সকালে নলহাটির বিদায়ী বিধায়ক হাজির হয়েছিলেন নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে। রাজ্য নেতাদের প্রস্তাব দেন, নলহাটি থেকে দলীয় প্রার্থী হতে চান। কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। বিফল মনোরথেই ফিরতে হয় কলিমুদ্দিন শামসের পুত্রকে।
মইনুদ্দিন শামসের দেখা করার বিষয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘মইনুদ্দিন শামস এসেছিলেন। নলহাটি থেকে দলের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অনেকেই টিকিট না পেয়ে যোগাযোগ করছেন। কিন্তু আমরা সাফ বলে দিয়েছি, দল ছেড়ে চলে যাওয়া সহজ, ফেরত আসা কঠিন।দলের দুঃসময়ে যারা চলে গিয়েছিলেন, তাদের ফেরানোর প্রশ্ন নেই।’
.
More News:
19th April 2021
19th April 2021
18th April 2021
করোনা আবহে কলকাতায় আর কোনও বড় নির্বাচনী সমাবেশ করবেন না মমতা
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
ভাঙড় এবার নান্নুহারা! কমবে কী এবার নেতাদের কাজিয়া, ঘুরছে প্রশ্ন
18th April 2021
18th April 2021
Leave A Comment