ম্যানহোল পরিষ্কার করতে নেমে কুঁদঘাটে মৃত ৪
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে দাবি তোলা হচ্ছে ম্যানহোল দিয়ে ভূ-গর্ভস্থ নর্দমা পরিষ্কার করার কাজে শ্রমিকদের নামানো বন্ধ করা হোক। নামানো হলেও তাঁদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কারন প্রতি বছরই শহরের বুকে ম্যানহোল দিয়ে ভূ-গর্ভস্থ নর্দমা পরিষ্কার করতে নেমে বিষ বাষ্পে প্রাণ হারান বেশ কিছু সাফাইকর্মী। কিন্তু বার বার এই ধরনের ঘটনা ঘটলেও যে এইসব শ্রমিকদের জীবন রক্ষার ক্ষেত্রে যে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি সেটা আবারও চোখে আঙুল দিয়ে এদিন দেখিয়ে দিল কুঁদঘাট এলাকার একটি মর্মান্তিক ঘটনা। সেখানে ম্যানহোল দিয়ে ভূ-গর্ভস্থ নর্দমা পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন ৪জন শ্রমিক।
জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ দক্ষিন কলকাতার কুঁদঘাটে নেতাজি মেট্রো স্টেশনের কাছে ম্যানহোলে নেমে ভূ-গর্ভস্থ নালা পরিষ্কার করতে নামেন ৪জন কলকাতা পুরনিগমের ঠিকাকর্মী। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়, কিন্তু কেউ উঠে না আসায় যখন গোটা বিষয়টি অনান্য পুরকর্মীদের নজরে আসে তখন তাঁরা হাকডাক শুরু করেন ম্যানহোলের সামনে। কিন্তু তাতেও কেউ উঠে না আসায় তা৬রা পুলিশকে খবর দেন। সেখান থেকে খবর যায় দমকলেও। দ্রুত ঘটনাস্থলে এসে এরপর উদ্ধারকার্যে নামেন দমকল কর্মীরা। কার্যত প্রথমে তাঁরা নীচে নেমে ওই চার শ্রমিকের কোনও খোঁজই পাননি। তাঁদের খুঁজতে রীতিমত বেগ পেতে হয় দমকলকর্মীদের। আর তখনই তাঁরা বুঝতে পারেন বিষ বাষ্পে নয়, কার্যত জলের তোড়ে ভেসে বেড়িয়ে গিয়েছেন ওই ৪ কর্মী।
দমকলের কর্মীদের দিয়ে নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে না বুঝেই ডাকা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। তাঁরা এসে ভূ-গর্ভস্থ ওই নালায় নালায় নামান ডুবুরি। বেলা দেড়টার কিছু পরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ মিটার সূরে কাদা আর পলির মধ্যে একজনের সন্ধান মেলে। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। দুপুর ২টোর কিছু পরে বাকি ৩ জনকেও খুঁজে পাওয়া যায়। তাঁদেরও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। কার্যত প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ম্যানহোলে জলসংযোগের কাজেই নেমেছিলেন তাঁরা। কিন্তু সেখানে হঠাৎ জলের স্রোতে বেড়ে যায়। যার ধাক্কায় তলিয়ে যান কলকাতা পুরসভার ওই চার ঠিকাকর্মী। কীভাবে এই ঘটনা ঘটল? কার গাফিলতি রয়েছে এই পিছনে তা খতিয়ে দেখা হবে বলেই কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ দক্ষিন কলকাতার কুঁদঘাটে নেতাজি মেট্রো স্টেশনের কাছে ম্যানহোলে নেমে ভূ-গর্ভস্থ নালা পরিষ্কার করতে নামেন ৪জন কলকাতা পুরনিগমের ঠিকাকর্মী। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়, কিন্তু কেউ উঠে না আসায় যখন গোটা বিষয়টি অনান্য পুরকর্মীদের নজরে আসে তখন তাঁরা হাকডাক শুরু করেন ম্যানহোলের সামনে। কিন্তু তাতেও কেউ উঠে না আসায় তা৬রা পুলিশকে খবর দেন। সেখান থেকে খবর যায় দমকলেও। দ্রুত ঘটনাস্থলে এসে এরপর উদ্ধারকার্যে নামেন দমকল কর্মীরা। কার্যত প্রথমে তাঁরা নীচে নেমে ওই চার শ্রমিকের কোনও খোঁজই পাননি। তাঁদের খুঁজতে রীতিমত বেগ পেতে হয় দমকলকর্মীদের। আর তখনই তাঁরা বুঝতে পারেন বিষ বাষ্পে নয়, কার্যত জলের তোড়ে ভেসে বেড়িয়ে গিয়েছেন ওই ৪ কর্মী।
দমকলের কর্মীদের দিয়ে নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে না বুঝেই ডাকা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। তাঁরা এসে ভূ-গর্ভস্থ ওই নালায় নালায় নামান ডুবুরি। বেলা দেড়টার কিছু পরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ মিটার সূরে কাদা আর পলির মধ্যে একজনের সন্ধান মেলে। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। দুপুর ২টোর কিছু পরে বাকি ৩ জনকেও খুঁজে পাওয়া যায়। তাঁদেরও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। কার্যত প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ম্যানহোলে জলসংযোগের কাজেই নেমেছিলেন তাঁরা। কিন্তু সেখানে হঠাৎ জলের স্রোতে বেড়ে যায়। যার ধাক্কায় তলিয়ে যান কলকাতা পুরসভার ওই চার ঠিকাকর্মী। কীভাবে এই ঘটনা ঘটল? কার গাফিলতি রয়েছে এই পিছনে তা খতিয়ে দেখা হবে বলেই কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment