এই মুহূর্তে




‘আইন মেনেই চার বিধায়ক শপথ নিয়েছেন, স্পিকার যা করবেন, মেনে নেব’, ঘোষণা মমতার

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের(TMC) প্রতীকে জিতে আসা বিধায়কদের(MLA’s) শপথ গ্রহণকে ঘিরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Ananda Bose) যেভাবে জটিলতা তৈরি করছেন তা নিয়ে এদিন রাজ্য বিধানসভায় তাঁকে একহাত নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য বিধানসভায় শপথ নেন ৪ তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। শপথগ্রহণের সময় অনুপস্থিত থাকে বিজেপির পরিষদীয় দল। তাদের দাবি, সংবিধান মেনে শপথ হচ্ছে না। তাই শপথগ্রহণের সময় থাকছেন না তাঁরা। মুখ্যমন্ত্রী যদিও সেই দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছেন, সংবিধান মেনেই শপথগ্রহণ হচ্ছে। এটা ভারত এবং বাংলার ইতিহাসে নজির হয়ে রইল বলেও জানিয়েছেন তিনি। সংবিধানে শপথগ্রহণ নিয়ে কী রয়েছে, তা বিধানসভায় পড়েও শোনান মুখ্যমন্ত্রী মমতা।  

মঙ্গলবার দুপুরে শপথ নিতে স্পিকার বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অধিবেশন কক্ষে পৌঁছন বিধায়কেরা। প্রথমে শপথ নেন রায়গঞ্জের নতুন নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এর পর হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। হরিচাঁদ এবং গুরুচাঁদের নামে শপথ নেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরও। শপথের পর মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। শেষে শপথ নেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের মতো মুকুটমণি, কৃষ্ণ, সুপ্তি এবং মধুপর্ণার শপথগ্রহণ নিয়েও রাজভবনের সঙ্গে টানাপড়েন হয়েছে রাজ্য বিধানসভার। তার মাঝেই সোমবার, বিধানসভায় অধিবেশন শুরুর দিন স্পিকার জানিয়ে দেন, মঙ্গলবারই রীতি মেনে শপথ নেবেন নতুন ৪ বিধায়ক। সেই মতোই এদিন শপথ নেন ৪জন। আর তারপরেই বিমানের পাশে দাঁড়িয়ে বিজেপি আর রাজ্যপালকে একহাত নেন মমতা। ঘটনা হচ্ছে এদিন ৪ বিধায়কের শপথগ্রহণের অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়ক না থাকলেও আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি উপস্থিত ছিলেন।

এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ‘৫ ধারাকে হাতিয়ার করে স্পিকার শপথগ্রহণ করিয়েছেন। আমি ৭ বারের সাংসদ। ৩ বারের বিধায়ক। আমাদের সংবিধান যেমন রয়েছে, কনভেনশনও আছে। গণতন্ত্রকে বাঁচাতে এই দু’য়ের মেলবন্ধনের নজির ভারতে রয়েছে। জনাদেশের কথাও ভুলে যাবেন না। লোকসভা ভোটে এনডিএ ৪৬ শতাংশ ভোট পেয়েছে। ইন্ডিয়া ৫১ শতাংশ ভোট পেয়েছে। মানুষের জনাদেশ স্পষ্ট। ৪ জুন বিধানসভা উপনির্বাচনের ফলঘোষণা হয়েছে। সায়ন্তিকা আর রেয়াত বিধায়ক নির্বাচিত হন। ১৩ জুন বিধানসভা রাজভবনকে চিঠি পাঠিয়েছিল। ১৯ জুন রাজভবন থেকে একটি চিঠি আসে বিধানসভায়, যা শপথের বিষয়ে ছিল না। এর পরেই বিধানসভায় সংবিধান এবং কনভেনশনের মিশ্রণ হয়েছে। আবার বলছে ফাইন করবে! লাইনে থেকে কথা বলুন। আপনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। আপনার বিরুদ্ধে কে জরিমানা দেবেন? ৫০০ টাকার ফাইন কেন চাই? টাকার খুব দরকার? না কি জলপানের জন্য টাকা লাগবে? আমরা জলপানের ব্যবস্থা করে দিতে পারি। নবাগত সদস্যেরা কী শিখবেন? বিধানসভায় পা রেখেই পেনাল্টি? এটা গণতন্ত্রে চলতে পারে না। স্পিকার যা করবেন, মেনে নেব।’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যপালের কারণেই নতুন বিধায়কদের এক মাস সময় নষ্ট হয়েছে। তাঁর কথায়, ‘দুই বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভায় শপথ নিতে চেয়েছিলেন। দু’পা দূরে রাজভবন থেকে বিধানসভায় আসতে পারেননি? শুধু দিল্লি গিয়ে বসে রয়েছেন। স্পিকার রাজ্যপালকে ২৭ জুন আবার চিঠি দিয়ে আবেদন জানান। এক মাস এক দিন পর শপথ নিয়েছেন ২ জন। তাঁদের একটা মাস নষ্ট হয়ে গেল। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু ডেপুটি স্পিকার অক্ষমতা জানিয়ে স্পিকারকে শপথগ্রহণ করাতে বলেছেন। তাতে ভুল কোথায়? স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার শপথগ্রহণ করাতে চাননি। অধিবেশনে রেকর্ডেড রয়েছে। সাধারণত রাজ্যপাল স্পিকারকে শপথের দায়িত্ব দেন। আইন মেনেই এদিনও ৪ বিধায়ক শপথ নিয়েছেন। এটা ভারত ও বাংলার ইতিহাসে নজির হয়ে রইল। একনায়কতন্ত্র করে আটকানো যাবে না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্যাতিতার বাবা মাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আরজি কর হাসপাতালে তদন্ত চালাল সিবিআই

স্বাস্থ্য ভবনের সামনে ছাত্রদের অবস্থান আন্দোলনে ঢুকে পড়েছেন বহিরাগতরা, নজর রাখছেন গোয়েন্দারা

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি

‘আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন’, শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়র চিকি‍ৎসকরা

সঞ্জয়ের  নার্কো পরীক্ষার আর্জি খারিজ আদালতের

বিনা চিকিৎসায় মারা যাওয়া রোগীর পরিবারদের পাশে রাজ্য, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর