শহরে চারটি অস্বাভাবিক মৃত্যু
Share Link:

নিজস্ব প্রতিনিধি: লকডাউন ও পরবর্তী পর্যায়ে মানুষের অবসাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে একের পর এক আত্মহত্যা ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসছে। সাম্প্রতিককালের ভুড়িভুড়ি আত্মহত্যার ঘটনা গত কয়েক বছরের রেকর্ডকেও ভঙ্গ করেছে ।
গত ২৪ ঘন্টায় কলকাতা পুলিশের রিপোর্টে উঠে এসেছে একের পর এক আত্মহত্যার ঘটনা । দেখা যাচ্ছে শহরের অন্তত চারটি জায়গায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । পুলিশ সূত্রে খবর , গরফা , কসবা , হেস্টিংস সহ কয়েকটি জায়গায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে । এর মধ্যে তিনজনই নানা অবসাদের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ।
পুলিশ সূত্রে খবর, বছর তেত্রিশের দশরত মল্লিক হেস্টিংস আচম্বিতশাহ রোডের বাসিন্দা । গতকাল রাতে সুলভ শৌচালয়ে বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেননি । শেষপর্যন্ত গলার নলি কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় শৌচালয়ে। যা দেখে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে মনে করা হয়।
এদিন ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে । পরিবারের দাবি , কাজ না থাকায় বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল । পাওনাদারের প্রায়শই টাকার জন্য চাপ দিচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় একটা ফোন এলে ঘর থেকে বেরিয়ে যায় দশরত। তারপরেই ঘটে এই বিপত্তি। এই ঘটনার কিছু পড়ে দক্ষিণ কলকাতার তালবাগান এলাকায় শানু পর্বত নামে বছর উনত্রিশের এক যুবক আত্মহত্যা করে । তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
সূত্রের খবর, মৃতের টুর ট্রাভেলসের ব্যবসা ছিল । সম্প্রতি তা মন্দা যাচ্ছিল। যার জেরেই এই ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তৃতীয় ঘটনাটি ঘটে , কসবা থানার অধীন বোসপুকুর রোডে। সেখানে পান্না লাল পাল নামে বছর পচাত্তরের এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর , ২০১২ সাল থেকে বৃদ্ধ পক্ষাঘাত হয়ে বাড়িতে ছিলেন । গতকাল রাতে তিনি কোনওভাবে পড়ে গিয়ে মাথায় চোট পান । এরপর তাকে তার পরিবারের লোকজনেরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় । কিন্তু বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃত্যুর কারণ কী জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
অন্যদিকে, আরও একটি ঘটনা ঘটে গরফা এলাকায় । এখানেও দেবাশিষ দাস নামে বছর বাইশের এক যুবকের দেহ উদ্ধার হয় । সেও গতকাল রাতে গলায় দড়ি দেয়। সম্প্রতি প্রেম ঘটিত সমস্যার জেরেই অবসাদের ভুগছিল সে। এই কারণেই এই আত্মহত্যা বলে দাবি পরিবারের।
Leave A Comment