এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১লা বৈশাখে চালু হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: কলকাতা এবং শহরতলির বাসিন্দাদের জন্য বড় খুশির খবর। খুব শীঘ্রই রাজ্য সরকার(West Bengal State Government) চালু করতে চলেছে নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা(Aap Cab Service)। ফলে বেসরকারি অ্যাপ-ক্যাবদের দৌরাত্ম্য তথা দুর্ব্যবহার এবং সর্বোপরি যথেচ্ছা ভাড়ার দিন এবার শেষ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পরিকল্পনামাফিক কলকাতার বুকে খুব শীঘ্রই চালু হতে চলেছে এই সরকারি অ্যাব-ক্যাব পরিষেবা। দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার এমন উদ্যোগ নিচ্ছে। রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর(IT Department) একটি অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।  

আরও পড়ুন ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে নিত্যদিন ভুরিভুরি অভিযোগ জমা হয় পরিবহণ দফতরে। সার্জ চার্জের নামে কয়েকগুণ বেশি ভাড়া আদায়, সন্ধ্যা হয়ে গেলে বা সামান্য বৃষ্টিতে তিন থেকে চারগুণ বেশি ভাড়া হাঁকার ঘটনা আকছার ওঠে। সেই সঙ্গে যাত্রী নিরাপত্তা, ড্রাইভারদের সামাজিক নিরাপত্তা সহ যাবতীয় নিয়মকানুন লঙ্খনের অভিযোগ রয়েছে সংস্থাগুলির বিরুদ্ধে। ভুক্তভোগী অনেকের দাবি ছিল, এই ‘অন্যায়’ ঠেকাতে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক। তার জেরেই পদক্ষেপ করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এ বিষয়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব রাজীব কুমারের সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর একটি বৈঠক হয়। মুখ্যসচিব প্রকল্পটি অনুমোদন করেছেন বলেই নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে। তার ভিত্তিতে এই সরকারি অ্যাপ কয়েকটি হলুদ ট্যাক্সিতে ইতিমধ্যে ‘ইনস্টল’ করা হয়েছে।  

আরও পড়ুন মমতার পথেই মোদি সরকার, নজরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা

জানা গিয়েছে, শিয়ালদা, হাওড়া, কলকাতা রেল স্টেশন এবং দমদম এয়ারপোর্ট থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সরকারি অ্যাপ ক্যাব। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১ লা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি এই পরিষেবা চালু হয়ে যাবে। বিষয়টি এখন দেখভাল করছে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর। মূলত পুলিশের তত্ত্বাবধানে শহরের চারটি জায়গা থেকে এই অ্যাপ-ক্যাব পরিষেবার ট্রায়াল রান ইতিমধ্যেই সফল হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে হলুদ ট্যাক্সির মতো কলকাতার অন্যতম হেরিটেজ যানের পুনরুজ্জীবনের চেষ্টাও হচ্ছে। অসংখ্য হলুদ ট্যাক্সি কার্যত বসে রয়েছে। তাই একাধিক ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সেগুলিকে প্রকল্পের আওতায় আনা হচ্ছে। হলুদ ট্যাক্সির মূল ভাড়ার ওপর ৫ থেকে ১০ শতাংশ অতিরিক্ত মূল্য যুক্ত করে সরকারি অ্যাপ ক্যাবের ভাড়া নির্ধারণ করা হচ্ছে। পরবর্তীকালে নন-এসি হলুদ ট্যাক্সিগুলিতে এসি বসানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারি অ্যাপ ক্যাবে সার্জসহ কোনও ভাড়া ১০০ টাকা হলে এক্ষেত্রে তা ৬৫ থেকে ৭০ টাকা উঠবে। নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও সরকারি অ্যাপ-ক্যাবকে রাজ্যের পরিবহণ দফতর থেকে লাইসেন্স নিতে হবে। পরবর্তী সময়ে দফতর কোনও কর্পোরেশনের মাধ্যমে সরকারি অ্যাপ-ক্যাব ব্যবস্থা পরিচালিত হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর