নিজস্ব প্রতিনিধি: ‘হোম মিনিস্টারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন পাঠান, একটা ছোট্ট ইলেকশানকে কেন্দ্র করে হাজার হাজার পুলিশ পাঠান! বিজেপির এক একটা চুনোপুঁটি নেতাকে ৩০টা ৪০টা করে সিআরপিএফ দেন! অফিসারদের চমকান ডেকে পাঠান। আর ডিভিসি যখন জল ছেড়ে দেয়, বাংলা জলমগ্ন হয়ে যায় তখন আপনারা এক পয়সাও ছাড়েন না কেন?’ নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শনি বিকালে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এইভাবেই আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এই আক্রমণেই মমতা বুঝিয়ে দিলেন বিজেপির কাছে, মোদি-শাহের কাছে বাংলার চুনোপুঁটি নেতাদের দাম অনেক বেশি, কিন্তু বাংলার মানুষের কোনও দাম তাঁদের কাছে নেই। তাই বাংলার দুর্যোগে তাঁরা হাত গুটিয়ে বসে থাকেন।
এদিন মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে আরও একবার সামনে নিয়ে এলেন। সাফ জানালেন, কেন্দ্র সরকার বাংলাকে তার প্রাপ্য পাওয়না টুকুও দেয় না। আম্ফান, যশ, বন্যা কোনও দুর্যোগেই কেন্দ্র সরকার বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এখনও তাঁরা সেই বঞ্চনা চালিয়ে যাচ্ছে। ডিভিসির জল ছাড়ার জন্য বাংলা বার বার ক্ষতিগ্রস্থ হবে। সেক্ষেত্রে বাংলার ক্ষতিগ্রস্থ মানুষের কেন কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকার ক্ষতিপূরণ দেবে না? ডিভিসি যেহেতু কেন্দ্রীয় সংস্থা তাই কেন্দ্রকেই বাংলার মানুষের ক্ষতিপূরণ নিয়ে ভাবতে হবে। এরপরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘পুজোর সময় মানুষ উৎসব করবে না প্রাণ বাঁচাবে? বছরে কতবার ডিভিসি আমাদের ভাসাবে? প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আমরা এবার ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রকে বলছি ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক।’