এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এর মাঝেই গঙ্গাসাগর মেলা করায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। সমালোচনা করছেন চিকিৎসকরা। এর মাঝেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। যার শুনানিতে বৃহস্পতিবার মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। যার শেষে গঙ্গাসাগর মেলা নিয়ে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটি দিয়ে মেলার প্রস্তুতি খতিয়ে দেখে রায় দিতে চাইছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফে মেলার প্রস্তুতি নিয়ে হলফনামা দিয়ে বলা হয়, ‘গঙ্গাসাগর এলাকায় সব বাসিন্দাদের টিকাকরণ হয়েছে, ডায়মণ্ডহারবারে টিকাকরণের কাজ সম্পূর্ণ। রাজ্য সরকার আশা করছে ৫ লক্ষ্যে পূর্ণ্যার্থী আসবে এবছরের মেলায়। গঙ্গাসাগর মেলা আয়োজিত হবে সমস্ত কোভিডি বিধি মেনেই। সাগরে এবং কলকাতায় ভ্যাকসিনের ৯০ শতাংশ হয়ে গিয়েছে। সাগর এলাকায় করোনা গ্রাফ নিম্নমুখী। গঙ্গাসাগর মেলা দুই কিলোমিটার পর্যন্ত হয়। কলকাতা থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার করার পর মেলায় প্রবেশে তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে। টিকার সার্টিফিকেট থাকলেই তবে মেলায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ১৭৭ টি অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে। মেলা থেকে জরুরি পরিষেবার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা থাকছে। থাকছে মোটর অ্যাম্বুলেন্সও৷ ই-দর্শন ও ই-স্নান এর ব্যবস্থাও থাকছে। স্যালাইনের ব্যবস্থা থাকছে, সামাজিক, স্বাস্থ্য বিধি অনুযায়ী পূর্ণ্যার্থীদের মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে। কোভিড হাসপাতাল রয়েছে।’

রাজ্যের তরফে এও জানানো হয়েছে, ‘৪টি রেল স্টেশনে বাফার জোন করা হয়েছে। ফেরিঘাট থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। করোনা অতিমারীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থাপনা রেখেছেন। অতিরিক্ত ডিএম অফিসে অপেক্ষায় থাকছে অতিরিক্ত অ্যাম্বুলেন্স। সেফ হোম, হাসপাতাল এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আরটিপিসিআর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ যদিও রাজ্যের সমস্ত দাবি উড়িয়ে দিয়ে মামলাকারীর আইনজীবী বলেন, ‘কলকাতার এনআরএস, আরজিকর, এসএসকেএম, মেডিক্যাল কলেজের বহু ডক্টর-নার্স করোনা আক্রান্ত। এনআরএসে ১৯৮ জন, আরজিকরে ১২৯ জন, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ১০৩ জন ও খোদ স্বাস্থ্য ভবনে ৬৬ জন করোনা আক্রান্ত। গঙ্গাসাগর মেলার জন্য দেখানো হয়েছে এমআর বাঙ্গুর, কেএস রয় হসপিটাল। যে গুলো গঙ্গাসাগর থেকে বহু দূরে কলকাতায়। এটা সম্ভব? সম্পূর্ন আই ওয়াশ হলফনামা।’ দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘আদালতে জমা দেওয়া হলফনামায় মেলার আয়োজন সম্পর্কে রাজ্যের ব্যবস্থা, কোন বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে যাচাই করা যায় কিনা সে বিষয়ে আপনাদের কি মতামত?’ অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, আদালত চাইলে তা করতেই পারেন। এরপরেই গঙ্গাসাগর মেলা নিয়ে রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটদানেও এগিয়ে বাংলা, উচ্ছ্বসিত তৃণমূল, চিন্তায় গেরুয়া

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর