এই মুহূর্তে




গড়ফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ২১শে জুলাইয়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা




নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হল একুশে জুলাই এর পোস্টার। মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া হল। আনোয়ার শাহ কানেক্টর এর ওপর জনপ্রিয় বাজারের(JanapriyoBazar) উল্টো দিকের ঘটনা। শীতলা মন্দির(Sitala Mandir) এর কাছে মন্ডল ব্রিজ সহ এলাকায় একুশে জুলাই এর পোস্টার লাগিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানেই একের পর এক পোস্টার(Poster) ছিঁড়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে ছেঁড়া হয় মুখ্যমন্ত্রীর ছবি। এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি ও সিপিএমের দিকে। গরফা থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূল কংগ্রেস নেতা- কর্মীরা।

থানায় জমা দেওয়া হলো সিসিটিভি(CCTV) ফুটেজ। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর বলেন, এই ধরনের কালচার গড়ফার এই ওয়ার্ডে ছিল না। স্থানীয় সিপিএম এবং বিজেপি নেতারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে এই ধরনের ঘটনা ঘটিয়ে লাভ হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিড়ে মানুষের মনের মনি কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো কখনোই সম্ভব নয়। সিসিটিভির ভোটে যে দেখা গেছে ২ থেকে তিনজন যুবক কবিত রাতে ছুটে এসে লাইট দিয়ে সাজানো একুশে জুলাই এর পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

তাদের মধ্যে একজন যুবক কালো রঙের গেঞ্জি পড়ে রয়েছেন।পুলিশ অভিযোগ পাওয়ার পর এই ঘটনা তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যে তিনজন যুবক রাতের অন্ধকারে ছুটে এসে ওই পোস্টটা ছিড়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। অভিযোগ গ্রহণ করে দুষ্কৃতিদের খুঁজে বের করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ