এই মুহূর্তে




গড়িয়াহাটে বুটিকের দোকানে দুঃসাহসিক চুরির কিনারা,উদ্ধার ২০ লক্ষ টাকা




নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের সাফল্য। গড়িয়াহাটের সেনসেশনাল চুরির মামলার সমাধান। উদ্ধার ২০ লক্ষ টাকা।গড়িয়াহাট পুলিশের দক্ষতায় সমাধান হল গত মাসের একটি সেনসেশনাল রাতের চুরির মামলা। গড়িয়াহাটের(Gariahat) একটি বুটিক থেকে ২০ লক্ষ টাকা চুরির ঘটনায় তদন্ত চালিয়ে দক্ষিণ-পূর্ব বিভাগের পুলিশ উদ্ধার করেছে সমস্ত অর্থ।ঘটনাটি ঘটেছিল গড়িয়াহাটের একটি বুটিকে(Buik)। দোকানের মালিক অভিযোগ করেন, দোকান থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়েছে। পুলিশের তদন্তে জানা যায়, চুরি করেছে এমন কোনো ব্যক্তি, যিনি দোকানের খুঁটিনাটি জানেন। ডাকাতরা দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে এয়ার-কন্ডিশনার বাইরের ইউনিট খুলে টাকা নিয়ে যায়।

গড়িয়াহাট পুলিশ স্টেশনের ওসি অঞ্জন সেন, ক্রাইম অফিসার সার্জেন্ট অভিষেক সিং, তদন্তকারী এস আই অমর সুব্বা এবং স্পেশাল টিম তদন্ত শুরু করে। তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাহুল শীলের নাম। যিনি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা।রাহুল প্রায় এক মাস ধরে আত্মগোপনে ছিল এবং তার ফোন বন্ধ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ রাহুলের প্রেমিকা কাজল দাসকে নরেন্দ্রপুরের কুসুম মণ্ডল পাড়ায় তার মামা ঝন্টু সরকারের বাড়িতে খুঁজে পায়। ১৭ মে সন্ধ্যায় পুলিশ বাড়িটি ঘেরাও করলে কাজল দ্রুত একটি ব্যাগ পেছনের ঝোপের দিকে ছুঁড়ে ফেলার শব্দ শোনে পুলিশ।

ব্যাগ থেকে উদ্ধার হয় ১৭ লক্ষ টাকা।১৮ মে ভোররাত ১:৩০টায় রাহুল শীল(Rahul Seal) নিজে কাজলের বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আলিপুর আদালতে (Alipur Court)হাজির করা হয় এবং ২৭ মে পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়। কাজল দাসকে(Kajal Das) এখনও গ্রেফতার করা না হলেও, সূর্যাস্তের পর অর্থ উদ্ধার হওয়ায় তাকে চার্জশিটে সহ-ষড়যন্ত্রকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। অবশিষ্ট অর্থ এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই সাফল্যে গড়িয়াহাট পুলিশের দক্ষতা ফের প্রমাণিত হল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের

কালীঘাটে সোনার দোকানের কারিগরকে প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন

মন্দারমণিতে হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি

হুমায়ুনকে শেষ বারের জন্য সতর্ক করল দল, ফের শোকজ পেয়ে কী বলছেন মমতার ‘বেপরোয়া’ শিষ্য

রাজ্যে কত লক্ষ্মীর ভান্ডার? খরচ কত? বিধানসভায় জানাল রাজ্য সরকার

পাক নাগরিক আজাদের বিরুদ্ধে চার্জশিট ইডির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ