এই মুহূর্তে

নবান্নের পাঠানো তালিকা থেকে চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি দিল রাজভবন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মেনে চার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি দিলেন রাজ্যপাল(Govonor) সিভি আনন্দ বোস। যে চারজন স্থায়ী উপাচার্য হলেন তারা হলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী ,মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে নন্দিনী সাহু। মঙ্গলবার এই চারজনকে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টানা পোড়েন চলছিল। প্রথম পর্যায়ে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের নামের তালিকা প্রকাশ হয়। এখনো পর্যন্ত ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্য এর নিয়োগ পত্রে স্বাক্ষর করেছেন।

গত ৬ ডিসেম্বর প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী সিধু -কানহো – বিরসা এবং রানী রাসমণি গ্রিন বিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে আসে। প্রেসিডেন্সির উপাচার্য করা হয় নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হন শংকর কুমার নাথ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে যান রূপ কুমার বর্মন ,কল্যাণী বিশ্ববিদ্যালয় ওই পদে যান কল্লোল পাল, সিধু -কানহো – বিরসা বিশ্ববিদ্যালয় উপাচার্য হন পবিত্র কুমার চক্রবর্তী এবং রানী রাসমণি গ্রীন বিদ্যালয়ের উপাচার্য হন অমিয় কুমার পন্ডা। সোমবার রাজভবনে(Rajbhavan) রাজ্যপালের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে দু’জনের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে কথা হয়ে থাকতে পারে। এরপরই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকে চারজনের নাম বেছে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগে সম্মতি প্রদান করেন রাজ্যপাল।

এই উপাচার্য নিয়োগ নিয়ে প্রথমে হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট সার্চ-কাম সিলেকশন কমিটি তৈরি করে দিয়েছিল। শিশু আদালত বলেছিল এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে মুখ্যমন্ত্রী তিন জনের মধ্যে পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবেন। সেই নামের তালিকা থেকে একজনকে বেছে নেবেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশের পরই নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার ।বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। চলতি বছর ২৬ শে জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করে উচ্চ শিক্ষা দফতর। তারপর দু’দফায় চলে ইন্টারভিউ প্রক্রিয়া। সেখান থেকে উপাচার্য পদ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়। সেই তালিকা থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজনের নাম বেছে রাজভবনে পাঠানো হয় নবান্ন(Nabanna) তরফে। সেই তালিকা থেকে দু’দফায় মোট ১০ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গে উষ্ণতম মকর সংক্রান্তি, কবে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড: ‘রিঙ্গার্স ল্যাকটেট’ ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের

২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন শিয়ালদহ – ডানকুনি শাখায় একাধিক ট্রেন পরিষেবা বন্ধ

মকর সংক্রান্তিতে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সর্তকতা বার্তা জারি আবহাওয়া দফতরের

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর