এই মুহূর্তে




‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার




নিজস্ব প্রতিনিধি: হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে শুক্রবার (১৭ জানুয়ারি) চরম সাজা শুনিয়েছে চুঁচুড়ার পকসো আদালত। আর ওই রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার পাশাপাশি হুগলি জেলা পুলিশের ত‍ৎপরতরও প্রশংসা করেছেন তিনি।

রায় ঘোষণার খানিকবাদেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) মুখ্যমন্ত্রী লেখেন, ‘গুড়াপে এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ আদালত দোষীকে চরম শাস্তি শুনিয়েছে। এর জন্য বিচার ব্যবস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশপাশি হুগলি জেলা গ্রামীণ পুলিশ অঅঅঅঅঅঅঅঅভিযোগ পাওয়ার পরেই যেভাবে অতি দ্রুততার সঙ্গে মামলার তদন্তে নেমে অপরাধীকে গ্রেফতার করে বিচারের সন্মুখীন করেছে, তার জন্যও প্রশংসা করছি।’ নিহত শিশুর পরিবারের পাশে থাকার পাশাপাশি তিনিও যে মর্মন্তুদ ঘটনায় বিস্মিত এবং নির্যাতিতার পরিবারের প্রত সমব্যাথী তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে খুনি ও ধর্ষকদের যে বর্তমান সমাজ ও পৃথিবীতে কোনও জায়গা নেই সেই কথা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘একজন ধর্ষকের এই পৃথিবীতে কোনও জায়গা নেই। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই চালাতে হবে এবং কঠোর আইন প্রণয়ন করতে হবে। অপরাধীদের ক্ষমা করার মানসিকতা যেন কারও না থাকে। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের একজনও যেন বিচারের বাইরে না থাকে।’

উল্লেখ্য গত বছরের ২৪ নভেম্বর হুগলির গুড়াপে এক পঁচ বছরের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় প্রতিবেশি অশোককুমার সিং। সেই সময় বাজার করতে গিয়েছিলেন শিশুটির বাবা। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে শুরু করেন খোঁজাখুঁজি। প্রতিবেশিরাও খোঁজাখুঁজিতে নেমে পড়েন। খোঁজাখুঁজি করতে গিয়ে অশৌক সিংয়ের বাড়ি থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুটির রক্তাক্ত দেহ। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন হাড়হিম করা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। চড়াও হন অভিযুক্তের উপর। অভিযোগ পেয়ে রাতেই নরাধম অশোককে গ্রেফতার করে পুলিশ। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ৯ ডিসেম্বর মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। ৫৪ দিনের মাথায় শুক্রবার চুঁচুঁড়ার পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে চরম সাজা শোনান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমে ব্যাপক তুষারপাত, খুশি পর্যটকরা

স্বামী-সন্তানের সামনেই গণধর্ষণ করে নৃশংস খুন, নরপিশাচদের যাবজ্জীবনের সাজা

আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে অতি দ্রুত বন্ধ কাজ শুরু করতে কড়া নির্দেশ হাইকোর্টের

‘বউ’ নিয়ে ঝগড়া, দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে মারল প্রথম পক্ষের স্বামী, হুলুস্থুলু নদিয়ায়

জামতারা গ্যাংয়ের কোমর ভাঙতে অপারেশন ‘সাইবার শক্তি’ রাজ্য পুলিশের

মাত্র ১ টাকায় চিকেন বার্গার! খেতে হলে চটজলদি ঢুঁ মারুন এই রেস্তোরাঁয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর