24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:17 am
নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের (Menaka Gambhir) মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে তাঁর রক্ষাকবচ উঠে গেল। কয়লা পাচার (Coal Smuggling) মামলায় তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল আদালত।
রক্ষাকবচ উঠে যাওয়ায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচের জন্য গত বছর কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন মেনকা। সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন মেনকাকে গ্রেফতার করতে পারবে না ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ডিসেম্বর মাসে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। তিনি নির্দেশ দেন, সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচের মেয়াদ ফুরালে ফের আদালতের দ্বারস্থ হতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক শ্যালিকার রক্ষাকবচের মেয়াদ শেষে ফের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করে ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার মেনকার রক্ষাকবচ খারিজ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে প্রয়োজনে মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছে আদালত।
প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও আগেই তলব করেছিল ইডি। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। দিল্লির বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। হাইকোর্ট তাঁর আবেদন গ্রহণ করে জানিয়ে দেয়, দিল্লি নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেনকাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।