নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার কয়লা-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক জায়া রুজিরা বন্দ্য়োপাধ্যায়ের মামলার শুনানি হল না। আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি হাইকোর্টের কাছে একদিন সময় চেয়েছে। ইডির আর্জি মেনে দিল্লি হাইকোর্ট তাদের একদিন সময় দিয়েছে। আগামীকাল মামলার শুনানি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে অভিষেক বন্দ্য়োপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম মেনে সমন পাঠানো হচ্ছে না। পাশাপাশি তারা এও বলে, কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হলে দিল্লি নয়, কলকাতাতেই এসে জেরা করতে হবে। বন্দ্য়োপাধ্যায়ের তরফে দিল্লি হাইকোর্টে তাদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। কলকাতার একটি মামলায় তাদের দিল্লিতে ডেকে পাঠানোয় আপত্তির কথা জানিয়েছেন অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়। আদালতকে কপিল সিব্বল বলেন তাঁর মক্কেলদ্বয়কে সমন পাঠানোর ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ম মানেনি। প্রবীণ এই আইনজীবী বলেন, সাধারণভাবে কোনও মহিলাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তাঁর বাসস্থানের কাছাকাছি থানায় হাজির হতে বলা হয়। কিন্তু এ ক্ষেত্রে তাঁর মক্কেলকে দিল্লি তলব করা হয়েছে। তাছাড়া এই মামলা পশ্চিমবঙ্গের আওতাধীন। তাই জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতেই করতে হবে। এবিষয়ে ইডির পাল্টা যুক্তি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। দিল্লিতে সংসদে যোগ দিতে আসেন। সাউথ দিল্লিতে তাঁর বাড়িও রয়েছে। তাই এখানে সপরিবারে এসে থাকতে তাঁর অসুবিধে হবে না বলেই মনে করা হচ্ছে।
এদিন দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সমনে স্থগিতাদেশের আর্জি খারিজ করে বিচারপতি যোগেশ খান্না ইডিকে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত।