এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জোরালো বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণে গুমোট গরম

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে(South Bengal)। কিন্তু তারপরেও গুমোট ভাব বজায় রয়েছে। তা থেকে রেহাই পেতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজন চাইছেন ঝমঝমিয়ে নামা বৃষ্টি(Rain)। কিন্তু জনতার এই আশ কী পূরণ হবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিন্তু তারপরেও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ বৃষ্টি হলেও গুমোট গরম থেকেই যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে আগামী ২-৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা(Monsoon) আসার স্বাভাবিক দিন যথাক্রমে ৫ এবং ১০ জুন। সেই তারিখ মেনেই বর্ষা আসছে বঙ্গে। তবে নির্দিষ্ট তারিখের আগেও তা বাংলায় ঢুকে পড়তে পারে। যদি এই পূর্বাভাস মিলে যায়, তাহলে ২০০৯ সালের পর এই প্রথমবার নির্দিষ্ট দিনের আগেই বঙ্গে বর্ষা পা রাখবে। শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমেও। সেই সঙ্গে বিহার থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছেচাপ্সেই অক্ষরেখার টানেই ডুয়ার্স লাগোয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এই বৃষ্টির সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও যোগ নেই। এমনকি এই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টিও নয়।

সোমবারই কার্যত নির্দিষ্ট সময়ের আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ বঙ্গোপসাগরে পা রেখেছে বর্ষা। নির্দিষ্ট সময়ের দিন পাঁচেক আগেই সেখানে বর্ষা চলে আসায় এখন প্রশ্ন উঠেছে বাংলাতেও কী বর্ষা আগেই পা রাখতে চলেছে। এই বিষয়ে আবহাওয়াবিদদের দাবি, আপাতত স্বাভাবিক গতিতেই এগচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২৭ মে নির্দিষ্ট সময়ের আগেই কেরল দিয়ে স্থলভূমিতে ঢুকে পড়বে বর্ষা। ইতিমধ্যেই কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। লাক্ষাদ্বীপ সংলগ্ন আরব সাগর ও তামিলনাড়ু লাগোয়া বঙ্গোপসাগরের উপর দু’টি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বর্ষার অগ্রগতি আপাতত মসৃণ হবে। আন্দামান থেকে কেরল পর্যন্ত অগ্রসর হওয়ার পথে মৌসুমি বায়ু সাধারণত বিশেষ বাধার মুখে পড়ে না। কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর স্রোত ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এলে প্রায়শই ‘ব্লকেজের’ মুখে পড়ে থমকে যায়। এই সময় বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবণতা থাকে। এটা বর্ষার অগ্রগতিকে সাময়িকভাবে  বাধা দেয়। মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার সময় বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে তা বর্ষার অগ্রগমনের ক্ষেত্রে সহজ হয়। কিন্তু সে রকম কিছু তৈরি হওয়ার ইঙ্গিত এখনও মেলেনি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর