এই মুহূর্তে




৪ বছরে সর্বাধিক বৃষ্টি জুনে, জুলাইতেও কী স্বাভাবিক বৃষ্টি শহরে?

courtesy google




নিজস্ব প্রতিনিধি : দেরিতে বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তাতেও জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। গোটা মাস পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে শহরবাসী। অস্বস্তিকর গরম বজায় থাকলেও বৃষ্টিতে ঘাটতি হয়নি। জুলাই মাসেও শহরে পর্যাপ্ত বৃষ্টি হবে বলে দাঁড়িয়েছে আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর খবর, গত চার বছরের মধ্যে জুন মাসেই কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
শহরে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান শহরে। তার মধ্যে মাঝেমধ্যেই টানা বৃষ্টির জেরে ভুগতে হচ্ছে শহরবাসীকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জুলাই মাসেও কলকাতার স্বাভাবিক বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হলে গরম বেশ কিছুটা কম থাকবে। জুন মাসে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। পরিসংখ্যান করে দেখা গেলে এই মাসে ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে। অপেক্ষাকৃত তাপমাত্রাও ছিল অনেকটাই কম।

শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এই দিন সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় শুক্র থেকে রবি ভারী বৃষ্টিপাত হতে পারে।। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে। হাওয়া অফিসের সূত্রের খবর, শুক্রবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ