এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার সুরে সুর মেলালেন হিমন্ত, অস্বস্তিতে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৫তম জন্মদিবসে কলকাতায় নেতাজী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছিলেন কার্যত দেড় বছর বাদে সেই দাবিকেই নতুন করে তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী। আর দুই বিপরীতমুখী দলের দুই মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলে যাওয়ার ঘটনার জেরে এবার তীব্র অস্বস্তিতে পড়ে গেল বিজেপি। ২০২১ সালের ২৩ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দাবি তুলেছিলেন দেশে আরও ৪টি শহরকে রাজধানী করা হোক। সেদিন অনেকেই মমতার দাবিকে সমর্থন জানিয়েছিলেন। অনেকে উপহাসও করেছিলেন। বিজেপির নেতারা সেই দাবির কার্যত বিরোধিতা শুরু করেছিলেন। কিন্তু এখন সেই বিজেপিরই এক মুখ্যমন্ত্রী মমতার সুরে সুর মিলিয়ে টুইট(Tweet) করেছেন দেশে ৫টি রাজধানী ঘোষণার দাবি নিয়ে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant Biswa Sharma)। সোমবার তিনি সেই টুইট করেছেন যা এখন বিজেপিকে(BJP) চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিয়েছে।

২০২১ সালে মমতা ঠিক কী দাবি তুলেছিলেন? গতবছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ‘শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে? দিল্লিতে কী আছে? কেন একটা জায়গায় সংসদ(Parliament) সীমাবদ্ধ থাকবে? কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল। ১৭৭২ থেকে ১৯১১ পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা৷ তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। সেখানেও সংসদ ভবন গড়ে তোলা হোক। ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় অধিবেশন হোক। আমরা সকলের জন্য বলছি। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওয়ান লিডার, ওয়ান নেশনের মূল্য কী আছে? দিল্লিতেই কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে? দেশের ৪ শহরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজধানী করা হোক। ভারতের রাজধানী একটি নয়। চারটি হওয়া উচিত। তার মধ্যে একটি হওয়া উচিত কলকাতা। সংসদের ৪ অধিবেশন ৪ জায়গায় করা উচিত।’

এবার আসা যাক হিমন্ত বিশ্বশর্মার প্রসঙ্গে। তিনি ঠিক কী বলেছেন? হিমন্ত আসলে একটি টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ শানিয়ে। কিন্তু সেই আক্রমণ শানতে গিয়েই তিনি কার্যত মমতার দাবিকেই সমর্থন করে বসেছেন। আর এখানেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। টুইটে হিমন্তের দাবি, ‘অন্য রাজ্যকে নিয়ে ঠাট্টা করা দিল্লির মুখ্যমন্ত্রীর স্বভাব হয়ে দাঁড়িয়েছে৷ তাঁর সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে, গরিব রাজ্যগুলিকে নিয়ে ঠাট্টা বন্ধে অসাম্যের ব্যাধি দূর করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে৷ আমাদের কি পাঁচটি রাজধানী(National Capital) হতে পারে না? প্রতি জোনে একটি করে৷’ দেড় বছর আগে মমতা যখন এই একই দাবি তুলেছিলেন তখন গেরুয়া শিবিরের নেতারাই তাঁকে আক্রমণ শানিয়েছিলেন ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে। অনেকেই আবার সেদিন মমতার দাবিকে একুশের ভোটের প্রাক্কালে মোদী সরকারের ‘দিল্লিকেন্দ্রিকতা’র বিরুদ্ধে ‘আক্রমণ’ বলে চিহ্নিত করেছিলেন। কিন্তু এখন তাঁরা হিমন্ত বিশ্বশর্মার দাবিকে কী বলবেন? কেউই কিন্তু এই ইস্যুতে মুখ খোলেননি অন্তত প্রকাশ্যে। বিজেপি এক দেশ, এক নির্বাচন, এক আইনের সমর্থক।  কিন্তু নিজেদের দলের মুখ্যমন্ত্রীর মুখেই এখন ‘এক দেশ পাঁচ রাজধানীর’ তত্ত্ব শুনে গোটা গেরুয়া ব্রিগেডই চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে। সুর মিলে গিয়েছে যে মমতা আর হিমন্তের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর