এই মুহূর্তে




‘আমি হতবাক, মর্মাহত’, কসবাকাণ্ডে বিবৃতি ব্রাত্যের




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের কলেজেই গণধর্ষিতা হয়েছেন আইনের ছাত্রী। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী নির্যাতনের ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। শনিবারই কসবাকাণ্ডে গ্রেফতার হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী। তার সঙ্গে সঙ্গে ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪। এর আগে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ল কলেজেরই প্রাক্তন প্রাত্র মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদকে। কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা, ফলে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর প্রশ্ন কলেজে উপস্থিত রয়েছেন ভাইস প্রিন্সিপাল, কর্তব্যরত অবস্থায় রয়েছেন গার্ড, তার মধ্যেই কীভাবে ঘরে টেনে নিয়ে যাওয়া হল ছাত্রীকে? তিনি নিজেই জানিয়েছেন এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবতে পারছেন না। শিক্ষামন্ত্রীর কথায়, “আমি হতবাক, আমি মর্মাহত। কলেজে এই ঘটনা কাম্য নয়।’ পাশাপাশি কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর। গভর্নিং বডির বৈঠকও ডাকতে বলা হয়েছে। সোমবার বসা সেই বৈঠকে ঠিক হবে অতিরিক্ত রক্ষী প্রয়োজন কি না।

কিন্তু রক্ষী দিয়েই বা কী হবে? ধর্ষিতা আইন ছাত্রী এফআইআরে স্পষ্ট জানিয়েছেন গার্ডের সঙ্গে যোগসাজশ করেই তাঁর ওপর গণধর্ষণ চালায় অভিযুক্তরা। ধর্ষণের ঘটনার আগে বারবার সাহায্য চেয়েও নিরাপত্তারক্ষীর থেকে সাহায্য মেলেনি। অভিযোগ মনোজিতদের নির্দেশ মিলতেই গার্ড রুম ছেড়ে বেরিয়ে যান ওই নিরাপত্তা রক্ষী। নিজের করা এফআইআর’এ নিরাপত্তারক্ষীর থেকে অসহযোগিতার অভিযোগ এনেছেন ধর্ষিতা ছাত্রী।

২৫ শে জুন ঘটনার সময় ডিউটিতে ছিলেন ওই নিরাপত্তারক্ষী। ধৃত ২ পড়ুয়াকে জেরা করে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে দফায় দফায় জেরা করে প্রথমে আটক, তারপর গ্রেফতার করা হয়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিল দুই আইন পড়ুয়া। সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত, প্রায় চার ঘণ্টা সময় নিরাপত্তা রক্ষী নিজের ঘর থেকে বাইরে ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিজেপিকর্মী খুনের মামলায় পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই শুনানি নয়’

নিক্কোপার্কের ওয়াটারপার্কে সংজ্ঞাহীন হয়ে যুবকের মৃত্যু

নির্বাচন কমিশনে কেউ নিরপেক্ষ নেই, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, হুঁশিয়ারি মমতার

২৬০০০ চাকরি: এসএসসি-র নতুন শিক্ষক নিয়োগের পথে আর বাধা নেই, হাইকোর্টে খারিজ সব মামলা

বাঙালির ওপর অত্যাচার মানব না, হুঙ্কার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ