এই মুহূর্তে




‘যদি কেউ না নিতে চান, ঠিক আছে, নতুনদের দিয়ে দেওয়া হবে’, পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: কোভিডের সময়ে লকডাউনের মাঝে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের(West Bengal State Government) আর্থিক অনুদান(Financial Grant for Durga Puja) প্রদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার যে রাজনীতি শুরু হয়েছিল, তা কোনওদিনই ধোপে টেকেনি। কলকাতা হাইকোর্ট কোনওদিন এই অনুদান বন্ধ করার নির্দেশ দেয়নি। এবার আর জি কর কাণ্ডের আবহে নতুন করে রাজনীতি শুরু হয়েছে সেই অনুদান প্রত্যাখান করার। এই অবস্থায় সোমবার নবান্নের(Nabanna) প্রশাসনিক বৈঠক(Administrative Meeting) থেকে বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিছু ক্লাব যে অনুদান প্রত্যাখান করেছে সেটা এই প্রথম সরকারি ভাবে স্বীকারও করে নেওয়া হল। আর সেটা উঠে এল খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েই। তবে সেই প্রত্যাখানের মাঝেই এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে সব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন আগামিকাল থেকেই সেই অনুদানের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন, আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘পুজোর টাকার যে ফান্ডিং, এ বার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে। সবটা হয়তো পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য। সেই টাকা আগামিকাল থেকে দেওয়া শুরু হবে। তার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ঠিক আছে। নতুন যে লিস্ট এসেছে, বা আবেদন করেছেন, তাদের দিয়ে দেবেন। নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে। সবাইকে হয়তো পারব না একসঙ্গে দিতে। কারণ, টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে। পুলিশি অ্যাকশন এখন থেকেই করতে হবে। যাতে পুজোর সময় পদপৃষ্ট হওয়ার ঘটনা না হয়, তা দেখতে হবে। যার যা কিছু থিম করার অধিকার আছে। কিন্তু এমন কিছু আমরা করব না, যাতে কোনও দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পুজো কমিটিগুলিকেই দায়িত্ব নিতে হবে। এই পুজোকে কেন্দ্র করে অনেকের রুজিরোজগার হয়। তেমনি অনেক বিদেশি অতিথিরা আসেন। সারা দেশ থেকে মানুষ আসেন। তাঁদের যেন কোনও রকম অসুবিধা না হয়, সেটাও দেখতে হবে।’

আরও পড়ুন, চিকিৎসকদের কর্মবিরতিতে বাংলায় মারা গিয়েছেন ২৩জন, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘পুজো আসছে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে। পুজো কমিটিগুলোর যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে প্রত্যেক ডিএম, এসপি এলাকা ভিজিট করুন। ভিজিট করে দেখুন, কার কী সমস্যা রয়েছে। আগে যেমন আমরা করতাম, আইসি-দেরও বলব, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ভিজিট করুন। যেখান থেকে মিড ডে মিল দেওয়া হয়, সেই সব জায়গায় শিক্ষা দফতরের তরফেও নজরদারি করুন। কোনও স্তরে স্থানীয় সমস্যা থাকলে, মিটিয়ে ফেলুন। আর যদি মনে হয়, আপনার দ্বারা হচ্ছে না, তা হলে মুখ্যসচিবকে জানান। সাধ্যমতো কাজ করুন। আমার সঙ্গে কথা বলার থাকলে কথা বলুন।’ এরই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন, তথ্য সংস্কৃতি, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন। ভাঙাচোরা রাস্তা দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট দফতরদের নির্দেশ দিয়েছেন। সেই কাজ না হলে যে আগামী দিন উন্নয়নমূলক কাজের অর্থ রাজ্য সরকার আর বরাদ্দ করবে না, তা-ও হুঁশিয়ারি দিয়ে এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর