এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আপনার রেশনকার্ডের সঙ্গে আধার যোগ হয়েছে, না হলেই কিন্তু…

নিজস্ব প্রতিনিধি: আপনার কী রেশন কার্ড(Ration Card) আছে? তাতে রেশন তোলেন নিয়মিত? যদি তোলেন তাহলে একটু সতর্ক হন। কেননা যে কোনও মুহুর্তে তা ব্লক করে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই বাংলার(Bengal) বুকে ১.১২ কোটি  কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। দেখে নিন সেই তালিকায় আপনার নাম আছে কিনা। তবে একটি কাজ যদি আপনি আগে থেকেই করে বসে আছেন তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনও গল্প নেই। আর যদি সেই কাজটি আপনি না করিয়ে থাকেন তাহলে কিন্তু শিয়রেই বিপদ। রেশন তুলতে গিয়ে হঠাৎই আবিষ্কার করলেন আপনার রেশন কার্ড ব্লক করে দিয়েছে রাজ্য খাদ্য দফতর(State Food Department)। তখন কিন্তু বড়সড় বিপাকে পড়ে যেতে পারেন আপনি। প্রশ্ন উঠতে পারে আপনার নাগরিকত্ব(Citizenship) নিয়ে। মানে আপনি ভারতীয় না ভিন দেশী? বৈধ নাগরিক নাকি অবৈধ ভাবে ভারতে ঢুকে পড়া অনুপ্রবেশকারী? এইসব প্রশ্নের মুখে আপনাকে দাঁড়াতে হবে। ভাবছেন তো সেই বিশেষ কাজটি কী? শুনুন তাহলে বাংলার যে সব বাসিন্দাদের রেশন কার্ড আছে কিন্তু তাতে আধার(Aadhar Card) যোগ করা হয়নি এমন কার্ডগুলি ব্লক করা শুরু করে দিয়েছে রাজ্য খাদ্য দফতর।

রাজ্যের খাদ্যদফতরের দাবি, রাজ্যে সক্রিয় রেশন কার্ডের সংখ্যা ৯.২৪ কোটি। গতবছর এই সময়ে সেই সংখ্যাটি ছিল সাড়ে ১০ কোটি। কিন্তু ১.১২ কোটি কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার যোগ করা হয়নি বলে। আর তার জেরেই রাজ্যে কমেছে সক্রিয় রেশন কার্ডের সংখ্যা। তারপরেও খাদ্যদফরের দাবি, এখনও বাংলার প্রায় ১৬ শতাংশ গ্ৰাহকের আধার যোগ বাকি রয়েছে। রেশন কার্ডে আধার সংযোগের জন্য মে মাস পর্যন্ত সময় দিয়েছিল রাজ্য খাদ্যদফতর। সেই সময় পেরোনোর পরে দেখা যাচ্ছে ১৬ শতাংশ রেশন কার্ড হোল্ডার এখনও তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার যোগ করে উঠতে পারেননি। আর তার জেরেই মনে করা হচ্ছে হয় তাঁরা নিয়মিত রেশন তোলেন না নাহলে সেই কার্ডগুলি ভুয়ো। এমনও হতে পারে ওই সব রেশককার্ডের প্রকৃত গ্রাহকেরা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু সেই তথ্য স্থানীয় রেশন দোকানে না দিয়ে ওই সব কার্ড দিয়ে নিয়মিত রেশনের সামগ্রী তুলে চলেছেন অন্য কেউ। আর তার জেরে রাজ্য সরকারকে প্রতি মাসে অতিরিক্ত খরচ বহণ করতে হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার যোগ করিয়েছেন কিনা! যদি এখনও না করিয়ে থাকেন তাহলে দ্রুত তা করে ফেলুন। আর যদি আপনার কার্ড ইতিমধ্যেই ব্লক হয়ে থাকে তাহলে সেই কার্ড আবার কিন্তু আপনারা চালু করতে পারেন। কেননা রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, আধার যোগ করার পর বায়োমেট্রিক পদ্ধতিতে তা যাচাই (ই-কেওয়াইসি) করলে ব্লক কার্ডগুলি চালু করার সুযোগ এখনও আছে। তবে ব্লক কার্ডগুলির একটা বড় অংশই চালু করা হচ্ছে না। কেননা দেখা যাচ্ছে ব্লক হয়ে যাওয়া কার্ডগুলির গ্ৰাহকদের অনেকেই এখন অস্তিত্বহীন। তাই এই ধরনের কার্ডগুলি ব্লক হওয়ায় রাজ্য সরকারের বিপুল অর্থের সাশ্রয় হচ্ছে। এর মাধ্যমে খুব কম করেও বছরে রাজ্য সরকারের ১ হাজার কোটি টাকার বেশি বাঁচবে। রাজ্য খাদ্যদফতর সূত্রে জানা গিয়েছে, বাংলায় রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত গ্ৰাহকদের কার্ডই বেশি ব্লক হয়ে আছে। সংখ্যাটি প্রায় ১.১০ কোটি। অন্যদিকে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে সংখ্যাটি ২ লক্ষের মতো। কোনও বৈধ গ্ৰাহক বিনামূল্যে রেশনের চাল-গম পাওয়া থেকে বঞ্চিত হন, সেটা রাজ্য সরকার চায় না। তাই কোনও কারণে কেউ আধার কার্ড করতে না পারলে বা আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করার ক্ষেত্রে সমস্যা থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রেও ব্লক তুলে দেওয়া হবে। কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ এবং ই-কেওয়াইসি করতেই হবে।

রাজ্য খাদ্যদফতর সূত্রে জানা গিয়েছে, এখন রাজ্যে যত সক্রিয় রেশন কার্ড আছে তার মধ্যে প্রায় ১.৪৪ কোটি গ্ৰাহকেরই ই-কেওয়াইসি বাকি রয়েছে। আঙুলের ছাপ দিয়ে এই ই-কেওয়াইসি করার জন্য একাধিক জায়গায় ব্যবস্থা করা হয়েছে। পরিবারের একজন সদস্যের কেওয়াইসি করা থাকলে ই-পস মেশিনে তাঁর আধার নম্বর যাচাই করে পরিবারের সবার খাদ্য দেওয়া হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর