এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুই ২৪ পরগনায় তৃণমূল সুনামি! ধাক্কা অর্জুনের

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকেই দক্ষিণ ২৪ পরগনায় দাপট তৃণমূলের(TMC)। পরে সেই দাপট দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলাতেও। মাঝে সেই উত্তর ২৪ পরগনা জেলাতেই তৃণমূলের দাপটে ভাগ বসিয়েছিল বিজেপি(BJP)। উনিশের লোকসভা ভোটে ওই জেলার ব্যারাকপুর ও বনগাঁতে জয়ী হয় বিজেপি। জেতেন অর্জুন সিং(Arjun Singh) ও শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। এদের মধ্যে শান্তনু আবার এখন কেন্দ্রীয় মন্ত্রী ও বিক্ষুব্ধ বিজেপি নেতাও। সেই দুই নেতার জেলাতেই একুশের বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিল বিজেপি। লোকসভার দাপট আর তাঁরা ধরে রাখতে পারেনি ওই নির্বাচনে। জেলার ৩৩টি আসনের মধ্যে সেই সময় ৫টি আসন বিজেপির পকেটে গেলেও ২৮টি আসনে জয়ের মুখ দেখেছিল তৃণমূল। সেই ফলই বলে দিয়েছিল আগামী দিন তৃণমূলেরই। পুরনির্বাচনেও সেই ছবিই সামনে উঠে আসছে। জেলার ২৫টি পুরসভাতেই বইছে তৃণমূল ঝড়। আর দক্ষিণ ২৪ পরগনা জেলার ৬টি পুরসভার সবকটিতেই ক্ষমতা ধরে রাখছে তৃণমূল। 

এবারের পুরনির্বাচনে সকলের চোখ ছিল উত্তর ২৪ পরগনা জেলার ৩টি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১টি পুরসভার দিকে। এই চার পুরসভা হল উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া, বনগাঁ ও গোবরডাঙা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর-মজিলপুরের দিকে। ভাটপাড়া অর্জুন সিংয়ের ঘাঁটি। বনগাঁ আর গোবরডাঙা মতুয়া প্রভাবিত এলাকায় যে মতুয়া সমাজের মাথা এখন শান্তনু ঠাকুর। জয়নগর-মজিলপুর পুরসভা ছিল কংগ্রেসের দখলে। একুশের বিধানসভা ভোটই বলে দিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাশ আলগা হচ্ছে অর্জুনের, দাপট হারাচ্ছে বিজেপি। যদিও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল পদ্মফুল। সেই হিসাবেই এবারের পুরনির্বাচনে সবাই এটাই দেখার জন্য অপেক্ষা করছিলেন অর্জুন তাঁর শেষ দুর্গ ভাটপাড়া ধরে রাখতে পারেন কিনা! ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের বিজেপির দাপট প্রতিষ্ঠা করতে পারেন কিনা! কিন্তু জনতার রায় বলছে ডাঁহা ফেল অর্জুন। তৃণমূল শুধু জেলার ২৫টি পুরসভাতেই জয়ী হয়েছে তাই নয়, ভাটপাড়া পুরসভার সব ওয়ার্ডেই জিতেছে তৃণমূল। যার অর্থ ভাটাপাড়াবাসীরাও অর্জুনকে সজোরে প্রত্যাখান করেছেন। স্বভাবিক ভাবেই অর্জুনের রাজনৈতিক ভবিষ্যত এখন প্রশ্নের মুখে।

মতুয়াগড়ে বিজেপি ধাক্কা খেলেও শান্তনু কিন্তু ধাক্কা খাননি। কেননা তিনি বিজেপির হয়ে না কোনও প্রচারে যোগ দিয়েছেন বাংলার মাটিতে, না নিজের সংসদীয় এলাকায়। সেই জায়গা থেকে বিজেপি যে সুবিধা কিছু পাবে না সেটাও মনে করা হয়েছিল। বাস্তবেও সেটাই হয়েছে। বনগাঁ ও গোবরডাঙায় জয়ের মুখ দেখেছে তৃণমূল। হেরেছে বিজেপি। কিন্তু সেই হার স্পর্শ করেনি শান্তনুকে। বরঞ্চ অভিযোগ উঠেছে বিজেপির অন্দর থেকেই যে, শান্তনু তৃণমূলে যোগ দেওয়ার রাস্তা করছেন। সেই কারণেই শুধু বনগাঁ বা গোবরডাঙাই নয়, মতুয়া প্রভাবিত নদিয়া জেলার একাধিক পুরসভাতেও গোহারান হেরেছে বিজেপি। কোথাও তাঁরা কোনও ছাপই ফেলতে পারেনি। দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ পুরসভা ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে গিয়েছিল তৃণমূল। বাকি বারুইপুর, রাজপুর-সোনারপুর, মহেশতলা ও ডায়মন্ডহারবার পুরসভাতেও যে তৃণমূল ক্ষমতায় ফের আসতে চলেছে সেটাও পরিষ্কারই ছিল। খালি নজর ছিল জয়নগর-মজিলপুরের দিকে। কেননা এই পুরসভায় যেমন তৃণমূলের সামনে নির্দল কাঁটা ছিল তেমনি চ্যালেঞ্জ ছিল কংগ্রেস ও এসইউস্যার ভোটব্যাঙ্কও। যদিও এদিন দেখা যাচ্ছে জয়নগর-মজিলপুরের রায় গিয়েছে তৃণমূলের পক্ষেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর