এই মুহূর্তে




ইডেনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, দলে নেই শামি




নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২২ জানুয়ারি)  ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ৪৩১ দিন বাদে দলে ফিরলেও প্রথম একাদশে জায়গা করতে পারেননি মহম্মদ শামি। তাঁকে বাদ দিয়েছে নামছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, খেলার মতো ফিট না হওয়ায় অভিজ্ঞ পেসারকে বাদ দিয়েই দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ সিরিজের ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ইডেনে নামছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়। পাশাপাশি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কছেও পরিচিত ইডেন। কেননা তিনিও আইপিএলে কেকেআরের অধিনায়ক ও মেন্টরের ভূমিকা পালন করেছেন। ফলে পরিচিত মাঠে দুজনেই জয়ের জন্য ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ৪৩১ দিন বাদে ভারতীয় দলে ফিরে এসেছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। কিন্তু ঘরের মাঠ তাঁর কাছে প্রত্যাবর্তনের ম্যাচ হয়ে দাঁড়াল না। এদিন ম্যাচের আগে অনুশীলনে দেখা যাচ্ছিল শামির হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা রয়েছে।  দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অভিজ্ঞ পেসারকে প্রথম একাদশে রাখার কোনও ঝুঁকি নেননি কোচ গৌতম গম্ভীর।

দুই দলই জিতে সিরিজ শুরু করতে চাইছে। ইডেনের ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও সন্ধেয় শিশির পড়ার কারণে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন ধরে নিয়েই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।

ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তী।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ