এই মুহূর্তে




সোমই অবসরের দিন মুখ্যসচিব মনোজ পন্থের, কারা রয়েছেন দৌড়ে?




নিজস্ব প্রতিনিধি : মুখ্যসচিব পদে সময়সীমা শেষ মনোজ পন্থের। সোমবারই তাঁর অবসরের দিন। তাঁর জায়গায় নতুন করে কে দায়িত্ব নেবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কবে অভিজ্ঞতার হিসেবে দৌড়ে রয়েছেন বিবেক কুমার এবং প্রভাত মিশ্র। প্রশাসনিক সূত্রের খবর, মনোজ পন্থের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু দিল্লি থেকে কোনো উত্তর আসেনি। ফলে রাজ্যে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা হতে পারে সোমবার বিকেলে।

প্রসঙ্গত, গত বছর ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব পদে বসেছিলেন মনোজ পন্থ। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর আগের মুখ্যসচিব ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তাঁর মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু দিল্লির সায় না পাওয়ায় মনোজ পন্থকে নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তেমনই পরিস্থিতি হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

মনোজ পন্থ আগে অর্থসচিবের দায়িত্ব বহন করেছেন। তিনি যে সময়ে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সময় গোটা রাজ্যে অস্থির পরিস্থিতি। আরজিকর ঘটনা নিয়ে সোচ্চার রাজ্যের পাশাপাশি গোটা বিশ্ব। তার প্রভাব পড়ে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও। মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হয় মুখ্যসচিব। প্রশাসনিক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মনোজ পন্থ। এখনও কসবা কাণ্ড নিয়ে অস্থির পরিস্থিতি। এই অবস্থায় কে দায়িত্বে আসেন সেইটাই এখন দেখার। মনোজ পন্থকে দায়িত্বে রাখার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

যখন নবান্ন অভিযান করেন পুলিশ অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে,সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ