এই মুহূর্তে




মুখরক্ষায় এবার সন্ধির পথে ধনখড়! ৬৬ ওয়ার্ডে ভোটবার্তা




নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে তীব্র সমালোচনা, পড়েছে ছিঃ ছিঃ রব, ছড়িয়েছে ক্ষোভও। সেই সবের আঁচ বেশ ভালই টের পাচ্ছেন বাংলার ছোটলাট। দার্জিলিংয়ের ঠান্ডাও যে সেই বিতর্কের উষ্ণতা বিন্দুমাত্র কমিয়ে দিতে পারেনি তা তিনি বেশ ভালই টের পাচ্ছেন। রাজ্যপাল অপেক্ষা পদ্মপাল হিসাবে বেশি কাজ করতে গিয়ে এখন তাঁর নিজের মুখ পোড়ার দশাই হয়েছে বলে বেওশ ভালই বুঝতে পেরেছেন জগদীপ ধনখড়। এবার তাই নিজে থেকেই এগিয়ে দিলেন সন্ধির হাত। রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিলেন, ২০১৫ সালের মতোই হাওড়া বালির মোট ৬৬টি ওয়ার্ডেই ভোটের ব্যবস্থা করতে পারেন তাঁরা। সোম সকালে দার্জিলিংয়ের রাজভবনের প্রাঙ্গণে সস্ত্রীক বেঞ্চে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে তিনি করলেন টুইট। আর তাতেই দিলেন এই বার্তা। ভোট হোক ৬৬টি ওয়ার্ডে। যা দেখে এখন অনেকেই মনে করছেন হাওড়া ও বালি পুরসভার বিলে সই না করে এই দুই শহরের বাসিন্দাদের কাছে তিনি যে ভিলেনে পরিণত হয়েছেন সেটা বুঝেই এবার আর বিতর্ক না বাড়িয়ে সোজা পথে সন্ধির প্রস্তাব কিছুটা পরোক্ষ ভাবেই রাজ্য সরকারকে দিয়ে দিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়।

বালি আগে পৃথক পুরসভা হিসাবেই অবস্থান করত। ১৩৮ বছরের পুরাতন সেই পুরসভাকে রাজ্য সরকার ২০১৫ সালে হাওড়া পুরনিগমের সঙ্গে যোগ করে দেয়। মূলত এর লক্ষ্য ছিল হাওড়া পুরনিগমের আকার ও আয়তন বাড়িয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে আরও বেশি মাত্রায় সরকারি প্রকল্পের জন্য অর্থ ম্নজুর করে আনা। যদিও রাজ্যের বাম নেতৃত্বের অভিযোগ, পরিবর্তনের পরেও বালি বামদুর্গ হিসাবেই মাথা তুলে দাঁড়িয়ে ছিল। সেই বামদুর্গ ধূলিসাৎ করার লক্ষ্য নিয়েই বালিকে জুড়ে দেওয়া হয়েছিল হাওড়ার সঙ্গে। তার জেরে সেখানকার ওয়ার্ড সংখ্যা ৩৫ থেকে কমে দাঁড়ায় ১৬তে। এই নতুন ১৬টি ওয়ার্ড জুড়ে যায় হাওড়া পুরনিগমের সঙ্গে। তার জেরে হাওড়া পুরনিগমের মোট ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে হয় ৬৬। কিন্তু চলতি বছরের প্রথম দিকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ফের বালিকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করে পৃথক পুরসভা হিসাবেই গড়ে তোলা হবে। সেই মর্মে নভেম্বর মাসে একটি বিলও রাজ্য বিধানসভায় পাশ করায় রাজ্য সরকার। কিন্তু সেই বিলেই সই করতে চাইছেন না রাজ্যপাল। আর তার জেরেই সেই বিল যেমন আইনে রূপান্তরিত হচ্ছে না তেমনি হাওড়া ও বালিতে পুরভোটও করাতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন।

যদিও সম্প্রতি কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল ওই বিলে সই করে দিয়েছেন। তাই হাওড়া আর বালিতে ভোট করাতে কোনও অসুবিধা থাকছে না। তার জেরে রাজ্য নির্বাচন কমিশনও আদালতকে জানিয়ে দেয় যে তা৬রা রাজ্যের যে সব পুরসভায় ভোট বকেয়া রয়েছে সেগুলিতে দুই দফায় ভোট করাতে চায়। ২২ জানুয়ারি হাওড়া সহ আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি পুরনিগমে ভোট করাতে চাইছেন তাঁরা আর ২৭ ফেব্রুয়ারি বালি সহ বাকি পুরসভাগুলিতে ভোট করাতে চান তাঁরা। এই জোড়া দাবির জেরে অনেকেই ভেবেছিলেন বিষয়টি এবার মিমাংসার দিকেই এগোচ্ছে। কিন্তু রাজ্যপাল এর মধ্যেই হুট করে দাবি করে বসেছেন যে তিনি ওই বিলে এখনও সই করেননি। বিলটি এখনও তাঁর কাছে বিবেচনাধীন হিসাবেই রয়েছে। এর জেরে হাওড়া ও বালিতে কবে পুরভোট হবে তা নিয়ে ফের জটিলতা দেখা দেয়। একই সঙ্গে দুই শহরেও রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়। সরব হয় তৃণমূলও।

এদিন কিন্তু রাজ্যপাল যে টুইট করেছেন তাতে তিনি ফের একদিকে যেমন উল্লেখ করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই বিল সম্পর্কিত যে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল তা না আসায় ওই বিল এখনও তাঁর কাছে বিবেচনাধীন রয়েছে। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, বালিকে হাওড়ার থেকে আলাদা করার জন্য তাঁর অনুমোদন চেয়ে তাঁর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বিলই আসেনি। তারপরেই তিনি রাজ্য নির্বাচন কমিশনকে বার্তা দিয়েছেন যে, তাঁরা ইচ্ছা করলে ২০১৫ সালের মতোই হাওড়া পুরনিগমের ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে পারেন। রাজ্যপালের এই বার্তা যেমন একদিকে বুঝিয়ে দিচ্ছে যে তিনি এবার কিছুটা হলেও নমনীয় হচ্ছেন ও সন্ধির পথে হাঁটা দিয়েছেন, অন্যদিকে তেমনি মনে হচ্ছে হয়তো এবার হাওড়া ও বালির পুরভোট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল তাও মীমাংসার পথে এগোচ্ছে। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবান্নের পাঠানো তালিকা থেকে চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি দিল রাজভবন

রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করল বাস মালিকদের সংগঠন

মমতার উদ্যোগে বাংলায় তৈরি হবে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে ‘মানববন্ধন’

লন্ডনের মত কলকাতার হেরিটেজ রক্ষার্থে জারি নয়া আইন

‘দুর্নীতির সঙ্গে কোনও যোগই নেই পার্থের’, আদালতে সওয়াল আইনজীবীর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর