এই মুহূর্তে




ডিএলএড চাকরিপ্রার্থীদের জন্য বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

courtesy google




নিজস্ব প্রতিনিধি : চাকরি পরীক্ষায় অংশ নিতে পারবেন ডিএলএড (D.EL.ED) চাকরিপ্রার্থীরা। শুক্রবার এমনই বড়সড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (calcutta high court)। আদালত জানিয়েছে, প্রাথমিক পর্ষদ চাকরিপ্রার্থীদের নথি যাচাই করে যোগ্যদের বাছাই করে মেরিট লিস্ট প্রকাশ করবে। তারপরেই নিয়োগে অংশ নিতে পারবেন তাঁরা।

জানা গিয়েছে, ২০২২-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশানাল ইন্সটিউট অফ ওপেন স্কুলিং থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০২২ সালে ১১,৭৬৫ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা ছিল, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিএলএড শেষ করার পরেই আবেদন করা যাবে। এরপরেই যাঁদের ডিএলএড ছিল না, তাঁদের মধ্যে কিছুজন সু্প্রিম কোর্টে যান। শীর্ষ আদালত তাঁদের গ্রিন সিগন্যাল দেয়। ততদিনে ডিএলএড শুরু করেছেন বেশ কয়েকজন।

কলকাতা হাইকোর্টের মামলাকারীদের দাবি, সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। জারি করা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন। এরপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছেন প্রায়  ৫০০ জন আবেদনকারীরা। মামলা করেছেন প্রায় ৫০০-র বেশি চাকরিপ্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএলএড পাশ করা সকলকে নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে হবে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। সেই শুনানিতে ডিএলএড চাকরিপ্রার্থীদের সুখবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ন্যাশনাল স্কুলিং অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক হয়েছেন যাঁরা, তাঁরা সকলেই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ