এই মুহূর্তে




বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, অশান্তি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে এখনও সমস্যার সমাধান হয়নি চাকরিহারাদের। এসএসসি কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে তাঁদের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনেও বিক্ষোভ করতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। এবার শুক্রবার সকালেও একই রূপ দেখা গেল ওই এলাকায়।

চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক- শিক্ষিকারা রাতভর বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলেন। তাঁরা আন্দোলন করে জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ বিক্ষোভ তোলা হবে না। কিন্তু রাত পোহানোর পরেও চাকরিহারারা বিক্ষোভ চালিয়ে যায়। এমনকী, পুলিশ বিকাশ ভবন চত্বর যে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল তাও ভাঙার চেষ্টা করে চাকরিহারাদের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে, এসএসসি’র ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির খবর পাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত হন। এই বিষয় আদালত জানায়, যাঁদের চাকরি বাতিক করা হয়েছে তাঁদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই দুর্নীতির বিষয় সামনে আসতেই বহু ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষাকর্মীরও চাকরি হারিয়েছেন। সেই সমস্ত ‘যোগ্য’রাই এই আন্দোলনে অংশগ্রহণ করে।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেন। নির্দেশ অনুযায়ী সেই সময় থেকেই শুরু হয় জমায়েত। চাকরিহারাদের জমায়েত বিকাশ ভবনে প্রবেশ করার চেষ্টা করতেই শুরু হয়ে যায় অশান্তি ও বিশৃঙ্খলা। এমনকী তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয় পুলিশি ব্যারিকেড ভাঙার। এই নিয়ে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিবেশ তৈরি করে ফেলেন চাকরিহারারা। চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাঁদের আশ্বাস না-দিলে এই অবস্থান বিক্ষোভ তোলা হবে না। অন্যদিকে, আন্দোলনকারীদের কাটকাতে রাতে পুলিশ লাঠিচার্জ করে করতে শুরু করে। এমনকী পুলিশের লাঠির আঘাতে বেশ কিছু জন চাকরিহারা মাথাও ফেটে যায় বলে অভিযোগ। তার পর থেকে তাঁরা বিকাশ ভবনের কিছুটা দূরে গিয়ে তাঁদের আন্দোলন চালিয়ে যান।

বৃহস্পতিবার রাতে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে ফের শুক্রবার সকাল থেকে প্রতিবাদ শুরু করে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানিয়েছেন, পুলিশের এই ‘নির্মম’ অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার ধিক্কার দিবস পালন করবেন। রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজগুলিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান ‘যোগ্য’ চাকরিহারারা। তার পাশাপাশি, বিকেলে বিকাশ ভবনের সামনে গন কনভেনশনেরও ডাক দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ