এই মুহূর্তে




তাণ্ডব নৃত্যের পরে সরকারকে সময়সীমা বেঁধে হুঁশিয়ারি চাকরিহারাদের




নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবনে তাণ্ডবনৃত্য চালানোর পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। সরকারি আশ্বাস সত্ত্বেও বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থানে অনড় তাঁরা। এবার আরও একধাপ এগিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে চাকরিহারারা। তাঁদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাও আবার সোমবারের মধ্যে। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।

চাকরিহারাদের অভিযোগ, চিঠি-ইমেল করেও সাক্ষাৎ মেলেনি। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। তা যদি না হয়, তাহলে বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। কিন্তু সরকার প্রথম থেকেই চাকরিহারাদের আশ্বাস দিয়েছে পাশে থাকার। চাকরিহারাদের সঙ্গে এর আগেও বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাঁদের আশ্বাস দিয়েছেন। স্কুলে যাওয়ার কথা বলেছেন। কারণ তাঁদের বেতন বন্ধ হয়নি। এরপরেও বিক্ষোভ প্রদর্শন চালিয়েছে যাচ্ছেন তাঁরা।

চলতি মাসের মাঝামাঝিতে বিকাশ ভবনের সামনে রীতিমত চাণ্ডব চালিয়েছে চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের গেট ভাঙা থেকে শুরু করে অশান্তির সৃষ্টি করা হয়েছিল। এরপরেও সরকার পক্ষ তাঁদের দিকটি ভেবে আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনওভাবেই চিঁড়ে ভিজছে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানিয়েছেন, সোমবারের মধ্যে তাঁদের সঙ্গে দেখা করতে হবে সরকার পক্ষকে। নাহলে আরও বড় আন্দোলন সংগঠিত হবে। এর আগেও একাধিকবার সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। সরকার প্রত্যেকবার আশ্বস্ত করার চেষ্টা করেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসির ২০১৬ সালের প্যানেল। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ