-273ºc,
Friday, 2nd June, 2023 5:10 am
নিজস্ব প্রতিনিধি: দাদুর বাৎসরিক কাজ করতে গিয়ে জাজেস ঘাটের গঙ্গায় তলিয়ে গেল দুই কিশোর। আজ সকাল ১০ টার পর, এই ঘটনা ঘটে। পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। দুই নিখোঁজ কিশোরের নাম – সানি সাউ (১৯), নীতিশ সাউ (২১)। খিদিরপুরের(Kidhirpore) বাসিন্দা দুই কিশোর। পরিবারের সঙ্গে দাদুর বাৎসরিক ক্রিয়া-কলাপ করতে গিয়ে জাজেস ঘাটে এসেছিল তারা।
নীতিশ হটাৎ গঙ্গার জলে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসে দাদা সানি। কিন্তু পাড়ে সেও আর উঠতে পারেনি। তারপর তলিয়ে যায় দু’ জন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খিদিরপুর এলাকায়। কি করেই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে কলকাতা রিভার ট্রাফিক(Kolkata River Traffic)।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, একজন প্রথমে জলে ডুবে যেতে থাকে। তাকে দেখে অপরজন যখন ঝাঁপিয়ে পড়ে এবং তার কাছে যায় তখন যে ডুবে যাচ্ছিল সেই কিশোর বাঁচার জন্য জাপটে ধরে অপরজনকে। আর তারপরেই দুজনেই জলে তলিয়ে যায়।