এই মুহূর্তে




আর জি কর হাসপাতালে কাজে যোগ দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: অবশেষে চেনা ছন্দে ফিরতে শুরু করে দিল কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল(R G Kar Medical College and Hospital)। এদিন অর্থাৎ শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে শুরু করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors Back on Duty)। তবে শুধু আর জি কর নয়। রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতেই এদিন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে দেখা গিয়েছে। আর জি করে এদিন Emergency বিভাগ পুরোদমে চালু হয়ে গিয়েছে। শনিবার সকালে যে জুনিয়র ডাক্তারদের ডিউটি ছিল, তাঁরা নির্দিষ্ট সময়েই হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে গিয়ে কাজে যোগ দিয়েছেন। কার্যত ৪৩ দিনের মাথায় ফের ছন্দে ফিরল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিশ্রুতি মতো এদিন আপাতত জরুরি বিভাগে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে এখনও আউটডোরে রোগী দেখছেন সিনিয়ররাই। রাজ্য সরকার কয়েকটি শর্ত মানলে তবে আউটডোরে ফের কাজে ফিরবেন বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন, ৪২ দিনের কর্মবিরতির জের, হয়নি ৫ হাজার অপারেশন, দৃষ্টিশক্তি হারাতে পারেন বহু রোগী

উল্লেখ্য, গত ৯ অগস্ট আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। তার পর থেকে বিচার চেয়ে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। মোট ৫ দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। সরকার পক্ষের সঙ্গে দু’দফা বৈঠক হয়েছে। এক বার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাসভবনে আর এক বার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে। দু’দফা বৈঠকের পর হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামোগত দিকগুলিতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে এ বিষয়ে ১০ দফা নির্দেশিকা-সহ একটি চিঠি পাঠিয়েছিলেন পন্থ। এর পরেই স্বাস্থ্য ভবনের সামনে টানা ১০ দিনের অবস্থানে ইতি টানার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার দুপুরে শেষ হয় অবস্থান। তখনই আন্দোলনকারীরা আশ্বস্ত করেছিলেন, আর জি করের জুনিয়র ডাক্তারেরা রোগীদের ফিরিয়ে দেবেন না। যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন তাঁরা।

আরও পড়ুন, বন্যায় নষ্ট ২ লক্ষ হেক্টর জমির ধান, ক্ষতিগ্রস্থ কৃষকেরা পাবেন বাংলার শস্যবিমার সুবিধা

জুনিয়র ডাক্তারেরা শুক্রবার জানিয়েছিলেন, বন্যা পরিস্থিতির মাঝে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে তাঁদের লড়াই জারি থাকবে। প্লাবন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জুনিয়র ডাক্তারেরা ইতিমধ্যে যে পদক্ষেপ করেছে, সে কথাও জানিয়েছিলেন তাঁরা। এদিন থেকে কাজে যোগ দেওয়া জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, ১ মাসের বেশি সময় ধরে সিবিআই তদন্ত করছে। কতটা তদন্ত এগোল এসব তো মানুষ জানতে চাইছে। তাঁরাও জানতে চান। আন্দোলন(Movement) বন্ধ হয়ে গেল এমনটা ভাবার কোনও কারণ নেই। তদন্ত প্রক্রিয়া ঠিকমতো না এগোলে ১০ দিন পর আবার আন্দোলনে নামবেন তাঁরা। তবে জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরায় স্বস্তির শ্বাস নেমে এসেছে স্বাস্থ্য ভবনের পাশাপাশি আমজনতার মধ্যে। খালি আক্ষেপ এটাই রয়ে গেল যে চিকিৎসকদের কর্মবিরতির জেরে অকালেই বেশ কিছু প্রাণ ঝরে গিয়েছে যা আর কোনওদিনই ফিরবে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সমাজের অপূরণীয় ক্ষতি’, রতন টাটার প্রয়াণে শোকবার্তা মমতার

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

ফুচকাওয়ালা নিগ্রহকাণ্ডে মুখ খুলল সিংহী পার্ক পুজো কমিটি

ট্যাক্সিতে মিটার বসানো নিয়ে নয়া সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার

যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর