এই মুহূর্তে




‘আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন’, শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়র চিকি‍ৎসকরা




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকি‍ৎসকরা। আজ শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান মঞ্চে সাংবাদিক সম্মেলন করার সময়ে জুনিয়র চিকি‍ৎসকরা অভিযোগ করেছেন, ‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন।’

আরজি করেরর নির্যাতিতা চিকি‍ৎসকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করারর প্রথম দিন থেকেই জুনিয়র চিকি‍ৎসকরা দাবি জানিয়ে এসেছেন, তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। শুধু তাই নয়, লালবাজারের সামনে  অবস্থান বিক্ষোভের সময়ে আচমকাই হাজির হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। তাঁদের ঘিরে ‘গো-ব্যাক’ শ্লোগান দেন বিক্ষোভকারী জুনিয়র চিকি‍ৎসকরা। গত মঙ্গলবার বিজেপি বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ মঞ্চের কাছে পৌঁছলে তাঁকে ঘিরেও ‘গো-ব্যাক’ শ্লোগান দেন কর্মবিরতিতে সামিল চিকি‍ৎসকরা।

দলের নেতা-নেত্রীদের লক্ষ্য করে লাগাতার ‘গো-ব্যাক’ শ্লোগান দেওয়ায় মাথা ঠাণ্ডা রাখতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্লোগানকারীদের কটাক্ষ করে বলেন, ‘জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি। কিছু ‘বহিরাগত’ এই স্লোগান দিয়েছেন, যাঁরা মদ, গাঁজা খান। ’

শুভেন্দুর ওই মন্তব্যে চটেছেন আন্দোলনকারী চিকি‍ৎসকরা। এদিন সাংবাদিকদের তাঁরা বলেন, ‘ওই ‘গো ব্যাক’ স্লোগান আমাদের তরফেই তোলা হয়েছিল। যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা তাঁদের বিরোধিতা করেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনা (গো ব্যাক স্লোগান) নাকি দুশ্চরিত্র বহিরাগতের ষড়যন্ত্রের ফলে ঘটেছে। আমরা সুস্পষ্ট ভাবে তাঁকে এবং অন্য যাঁরা আমাদের আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করতে চান, তাঁদের বলতে চাই, এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম, আবার একই জানাব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর