এই মুহূর্তে




মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। মঙ্গলবার রাতে আইনমন্ত্রকের কাছে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের পক্ষ থেকে ওই সুপারিশ করা হয়। পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং লাদাখ, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি হিসাবে আরও তিন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ আইন মন্ত্রক কার্যকর করে কিনা, তাই এখন দেখার।

গত ১১ জুলাই মেঘালয়, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিন জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। যদিও সেই সুপারিশ কার্যকর করেনি মোদি সরকার। ওই সুপারিশে বিচারপতি সুরেশ কুমার কাইতকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি করার কথা বলা হয়েছিল। বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়াকে মধ্যপ্রদেশ এবং বিচারপতি তাশি রাবস্টানকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে আগের তালিকায় খানিকটা রদবদল করা হয়েছে। তাশি রাবস্টানের জায়গায় মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম। বিচারপতি তাশি রাবস্টানের নাম জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছে।

১৯৬৩ সালের ৬ সেপ্টেম্বর কলকাতার এক প্রথিতযশা আইনজীবী পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তার পিতামহ এবং মাতামহ-দুজনেই ছিলেন নামী আইনজীবী। বাবাও ছিলেন ডাকসাইটে ব্যারিস্টার। সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজ থেকে পড়াশোনা করা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। ১৯৯০ সাল আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিশ শুরু করেন। ২০০৭ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসাবে উন্নীত হন। সারা দেশের হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে বর্তমানে সিনিয়রিটির দিক থেকে সাত নম্বরে থাকা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় আগামী বছর ৫ সেপ্টেম্বর অবসর নেবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর