এই মুহূর্তে




পহেলগাঁওয়ের পাক চর জ্যোতি মালহোত্রা কলকাতায় এসে জনপ্রিয় এলাকার ভিডিও করেছিলেন




নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ের পাক চর জ্যোতি মালহোত্রা গত কয়েক মাস আগে কলকাতায় এসেছিলেন। কলকাতার বেশ কয়েকটি জনবহুল এলাকার ভিডিও সংগ্রহ করেছিল সে। কিছুদিন কলকাতায় ছিল জ্যোতি মালহোত্রা(Jyoti Malhotra)। এমন তথ্য ইতিমধ্যে তদন্তে জানতে পেরেছেন অফিসাররা। কয়েক মাস আগে কলকাতায় কোথায় কোথায় জ্যোতি ঘুরে গিয়েছিল তার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। পুলিশের নজরে ইউটিউবার জ্যোতি মালহোত্রার কলকাতার(Kolkata) গতিবিধি।জ্যোতি মালহোত্রা কলকাতায় এসে জনপ্রিয় এলাকা গুলিতে ভিডিও তোলার অছিলায় ব্লগ তৈরি করেছিলেন। শিয়ালদহ থেকে চলন্ত ট্রেনে ভিডিও করেছিলেন।জ্যোতি ব্যারাকপুরে নামি বিরিয়ানির দোকানে ব্লগ করেছিলেন। হুগলি জেলা শেওড়াফুলিতে একটি বিয়ের অনুষ্ঠানে জ্যোতি যোগ দিয়েছিলেন এবং সেখানে ভিডিও করেছিলেন। এইসব তথ্যেও যাচাই করছে তদন্তকারী অফিসাররা। কেন সে কলকাতার বিভিন্ন জনপ্রিয় এলাকাগুলিতে গিয়ে ভিডিও করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। জ্যোতি মালহোত্রা গত বছর পুরীতে গিয়েছিল। পুরী ও কোনারক মন্দির ঘুরে দেখেছিল জ্যোতি। পুরীতে জ্যোতির গাইড ছিল প্রিয়াঙ্কা সেনাপতি।পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার(Youtuber) জ্যোতি মালহোত্রা।

তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।হরিয়ানার জ্যোতি গ্রেফতার হওয়ার পর থেকে এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। প্রতিবেশীরা ভাবতেই পারছেন না পাশের বাড়ির প্রাণোচ্ছল মেয়েটি নাকি শত্রুদেশের হয়ে চরবৃত্তিতে লিপ্ত হয়েছিল! জ্যোতির গ্রেফতারির পর এবার সামনে এসেছেন তাঁর বাবা বাবা হরিশ মালহোত্রা। তিনি মেয়ের ইউটিউব কেরিয়ার থেকে শুরু করে পাকিস্তান সফর পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলেছেন।জ্যোতি মালহোত্রা ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। সেই সূত্রেই গিয়েছিলেন পাকিস্তান। তাঁর পাকিস্তানে যাওয়ার ভিসা থেকে শুরু করে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক ব্যক্তি। তার মাধ্যমেই পাক গোয়েন্দা সংস্থার আইএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হয়েছিল জ্যোতির। পুলিশ ইউটিউবারের সঙ্গে আরও পাঁচজনকে ভারতে থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আটক করে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

এই পরিস্থিতিতে জ্যোতির বাবা হরিশ মালহোত্রা (Harish Malhotra)সাংবাদিকদের সম্মুখীন হন। তিনি জানিয়েছেন ,লকডাউনের আগে জ্যোতি গুরুগ্রামের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে হিসার চলে আসেন। তারপর ইউটিউব চ্যানেল খুলে ‘ট্রাভেল ব্লগ’ বানাতে শুরু করেন। গত ৩ বছর ধরে ব্লগার হিসাবেই কাজ করছেন জ্যোতি।তিনি আরও বলেন, ভিসা সহ যাবতীয় বৈধ কাগজপত্র নিয়ে জ্যোতি পাকিস্তান গিয়েছিলেন। যাওয়ার আগে ভেরিফিকেশনও হয়েছিল। সেখানে সবকিছু স্বচ্ছ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে পুলিশের একটি টিম জ্যোতির বাড়িতে যায়। তারাই জ্যোতিকে গ্রেফতার করে। হরিশ জানিয়েছেন, মেয়েকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার মধ্যে ৩ দিন কেটে গিয়েছে।

হরিশ মালহোত্রা আরও জানান যে তিনি তাঁর মেয়ের ইউটিউব চ্যানেল সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। তবে গত কয়েক বছর ধরে ভ্রমণ-সম্পর্কিত ব্লগ যে মেয়ে তৈরি করে তা তিনি জানতেন।জ্যোতির উপর দায়িত্ব ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার। জ্যোতি পাকিস্তানে গিয়ে আনারকলি বাজারের একটি ভিডিও করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এছাড়াও, দুই দেশের খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং এই ধরণের আরও বিবিধ কার্যকলাপের মাধ্যমে দুই দেশের তুলনাও করেছিলেন।জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং ভিডিও পোস্ট হয়েছে। তার মধ্যে অধিকাংশতেই জঙ্গিদেশের গুনগান গাওয়া হয়েছে। একটি ছবির ক্যাপশনে আবার ঊর্দূতে লেখা হয়েছে ইশক লাহোর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ