এই মুহূর্তে




‘ প্রসাধন ঘষা ব্যক্তিত্বরা আজ কোথায় গেল?’ বন্যা আবহে মমতা বিরোধীদের তুলোধনা কবীর সুমনেরমনের

courtesy google




নিজস্ব প্রতিনিধি : আরজি কর কাণ্ডের পর থেকেই উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। অনেকে গোটা ঘটনার বিচার চেয়েছেন।  সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো সিপিএমপন্থী টলি নট-নটীরা  আবার কুৎসিত ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শালীনতার মাত্রা ছাড়িয়েছে সেই মন্তব্য। অথচ যখন বানভাসি রাজ্য তখন চুপ ওই টলি অভিনেতা-অভিনেত্রীরা। এবার তা নিয়েই মমতা বিরোধীদের কটাক্ষ ছুঁড়ে দিলেন গায়ক তথা প্রাক্তন সাংসদ কবীর সুমন। প্রশ্ন তুললেন, ‘কদিন আগেও যারা সদলে মাননীয়া মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত‌্যাগ দাবি করেছিল, এই মুহূর্তে তারা কোথায়?’

কদিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ বন‌্যা দেখা দিয়েছে। ডুবে গিয়েছে একাধিক বাড়ি ঘর।সাধারণ মানুষের অবস্থা ভীষণ কাহিল। এমতাবস্থায় রাজ্যের বন‌্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজে গিয়ে পরিদর্শন করছেন হাওয়াই চটি পরে। এই হাওয়াই চটি পরা নিয়ে কম ‘ট্রোল’ হয়নি মমতা।কুরুচিপূর্ণ ভাষায় তাঁকে বিধেঁছেন বিরোধীরা।

এবার সামাজিক মাধ্যমে(ফেসবুক)কবীর সুমনের প্রশ্ন, ‘কালীঘাটের ময়না বলে যারা অনর্গল চেঁচাচ্ছিল আজ তারা কোথায় ? কোন বন‌্যাদুর্গত এলাকায় তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে? মুখ‌্যমন্ত্রী কিন্তু চটি খুলে খালি পায়ে এক হাঁটু জল নিয়ে বন‌্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পরিদর্শন করছেন। তাঁদের এই দুর্দিনে পাশে আছেন।’

কবীর সুমনের কথায়, ‘এই শহরের স্মার্ট ইংলিশ বলিয়ে প্রসাধন ঘষা ব‌্যক্তিত্বরা আজ কোথায় গেল? কোথায় গেল বিদ্রোহীরা? বন‌্যাদুর্গত এলাকায় তারা কেউ নেই কেন?’

আরজি কর কান্ডের পর অনেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। এমনকী জঘন্য ভাষায় গালমন্দ করেছে।তবুও তিনি (মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়)দ্রুত বিচার চেয়ে নিজেই মিছিল করেছেন। যদিও বর্তমানে এই তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। তাঁদের উদ্দেশ্যে কবির সুমন প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়ে বললেন, তাঁরা আজ কোথায়।  

সিপিএম বারাবর মুখ‌্যমন্ত্রীর সমালোচনা করে, তা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন কবির সুমন। এই নিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার বন্ধুস্থানীয় দু’-একজন উচ্চশিক্ষিত ব‌্যক্তি ফেসবুকে লেখেন মমতা রাক্ষুসি। এরা নিজেদের মার্কসবাদী বলে পরিচয় দেয়। সিপিএম সমর্থক বলে। গা ঘিনঘিন করে।’ 

একইসঙ্গে তিনি আরও বলেন, বয়স হয়েছে। এই বুড়ো বয়সে কারও কোনও কাজে লাগতে পারব না। কিন্তু এটা জেনে মরব যে এক বাঙালিকে মহিলাকে দেখেছিলাম যিনি নেত্রী, সাধারণ জনতার বন্ধু-অভিভাবক। কে সেই মহিলা? কবীরের কথায়, ‘বামফ্রন্ট বিরোধী গণ আন্দোলনে মহাশ্বেতাদেবী আমায় বলেছিলেন কবীর রে, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়।’

অন্যদিকে রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলায় খোলা হয়েছে ত্রাণ শিবির। পাশাপাশি লক্ষাধিক মানুষকে তুলে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে। রাজ্যের বন‌্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ‌্যমন্ত্রী। যাতে এই দুর্দিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায় তাই আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করছেন তিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

৫৮ বছরেও ব্যাচেলর, এবার সলমানের বিয়ের দায়িত্ব নিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

২০ কেজি ওজনের লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটতে গিয়ে বেসামাল শ্রদ্ধা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর