এই মুহূর্তে




তিলোত্তমাকে নববর্ষের উপহার, কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলা নববর্ষের আগেই তিলোত্তমাকে স্কাইওয়াক উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাটের সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন যে, নববর্ষের আগেই তিনি কলকাতাবাসীকে স্কাইওয়াক উপহার দেবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যায় স্কাইওয়াক উদ্বোধনের পাশাপাশি হকার্স কর্নারের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, মালা রায়, শিল্পপতি সঞ্জয় বোস, নির্মল ঘোষ- সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। পাশাপাশি তারকা মহল থেকে উপস্থিত ছিলেন, জিৎ গঙ্গোপাধ্যায়, অদিতি মুনসি, জুন মালিয়া-সহ একাধিক নেতৃত্বরা।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের দিনেই কালীঘাট স্কাইওয়াকের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দেখতে দেখতে সময় ঘড়ির কাঁটায় সময় দাঁড়িয়ে ৭ বছর। অর্থাৎ ২০১৮ সালে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করেছিলেন তিনি। অবশেষে ৭ বছর পর নিজের কথাতেই অটল থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের আদলেই কালীঘাট স্কাইওয়াক গঠিত হয়েছে। আর এটি নির্মাণ করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। 

তবে ২০১৮ সালে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে স্কাইওয়াক তৈরির কাজ থমকে গিয়েছিল। করোনা মরসুম কাটতেই জোরকদমে শুরু হয় স্কাইওয়াক তৈরির কাজ। স্কাইওয়াকের নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯০ কোটি টাকায়। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছোনো সহজ করবে। স্কাই ওয়াকে প্রবেশের জন্য রয়েছে মোট ৫টি প্রবেশপথ। নিরাপত্তার প্রয়োজনে নতুন এই স্কাইওয়াকে থাকছে ১২টি এলইডি টিভি ও ১৫টি ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা। স্কাইওয়াকে ওঠার জন্য তিনজোড়া চলমান সিঁড়ি রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল

সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাটে নাজেহাল অফিসযাত্রীরা, কোন সমস্যায় বিভ্রাট

৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা, আগামী কয়েকদিনে কোন কোন জেলায় কমবে তাপমাত্রা

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর